হোম কোয়ারেন্টাইনে থাকা মুন্সীগঞ্জের ৮৬ প্রবাসী স্বাভাবিক জীবনে

মুন্সীগঞ্জের ছয় উপজেলায় গেল ১৩ দিনে হোম কোয়ারেন্টাইন সম্পন্ন করে ৮৬ জন প্রবাসী স্বাভাবিক জীবনে ফিরেছেন। গেল ২৪ ঘণ্টায় এ জেলায় হোম কোয়ারেন্টাইন সম্পন্ন করেন ২৮ জন প্রবাসী। সোমবার সকাল ৮টা পর্যন্ত এ তথ্য দিয়েছেন সিভিল সার্জন ডাঃ মোঃ আবুল কালাম আজাদ। তিনি জানান, সোমবার পর্যন্ত সর্বমোট ৪১৪ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে আছেন।

এ ছাড়া ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন সম্পন্ন করেছেন ৮৬ জন প্রবাসী। এরমধ্যে জেলা সদরে হোম কোয়ারেন্টাইন সম্পন্ন করেছেন একজন প্রবাসী। তাছাড়া সিরাজদিখানে ২৩, শ্রীনগরে ৯ জন, লৌহজংয়ে ৪ জন, টঙ্গীবাড়িতে ৪৩ জন ও গজারিয়া উপজেলায় ৬ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইন সম্পন্ন করেন। সিভিল সার্জন ডাঃ মোঃ আবুল কালাম আজাদ বলেন, যারা হোম কোয়ারেন্টাইনে আছেন প্রতিদিন স্বাস্থ্য কর্মীরা তাদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিচ্ছেন। হোম কোয়ারেন্টাইন অমান্যকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হচ্ছে।

জনকন্ঠ

Leave a Reply