মুন্সীগঞ্জে করেনার নমুনার ফলাফল পাওয়া নিয়ে বিড়ম্বনা

মুন্সীগঞ্জে করোনভাইরাসের নমুনা পরীক্ষার ফলাফল আইইডিসিআর থেকে নিয়মিত পাওয়া যাচ্ছে না। গত বুধবার ৬৬টি নমুনা পাঠানো হয়। ৬৫টি নমুনার ফলাফল এখনো পাওয়া যায়নি। একটি নমুনার ফলাফল আসে তাতে মুন্সীগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের ডিডির নমুনায় করোনা পজেটিভ এসেছে।

জেলার ছয় উপজেলা কম পরিমাণ নমুনা থেকে সংগ্রহ হচ্ছে। নমুনা পরীক্ষার ফলাফল নিয়মিত না আসায় পরিস্তিতির প্রকৃত চিত্র পাওয়া যাচ্ছে না। ফলে জেলাবাসী বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

অপরদিকে আইইডিসিয়ার ও জেলা স্বাস্থ্য বিভাগের রিপোর্টে এখনো গরমিল রয়েছে। তাদের ওয়েব সাইটে প্রদর্শিত রিপোর্টে ৬১ জন আক্রান্ত দেখানো হলেও মুন্সীগঞ্জে জেলা সিভিল সার্জন কর্তৃপক্ষ দেখাচ্ছেন ৫৭ জন আক্রান্তের খবর।

আক্রান্ত রোগীদেরকে আইসোলেশনে না রেখে যার যার বাড়িতেই রেখেছেন। এই সকল রোগীরাও পড়েছেন আরো বিড়ম্বনায়। শ্রীনগর একটি ভাড়াটিয়া পরিবারের তিনজন সদস্যই আক্রান্ত। কিন্তু তাদেরকে হাসপাতালের আইসোলেশনে না এসে আইইডিসিয়ারের দোহাই দিয়ে ভাড়া বাসায় রাখ হয়েছে। স্থানীয় ও বাড়িওয়ালাদের তোপের মুখে পড়ছেন করোনা আক্রান্ত ওই পরিবারটি।

নয়া দিগন্ত

Leave a Reply