কৃষকদের রিপার মেশিন উপহার দিলেন ব্যাংক এশিয়ার কর্মীরা

ব্যাংক এশিয়ার কর্মীরা শ্রীনগরের কৃষকদেরকে ধান কটার জন্য বিনামূল্যে একটি রিপার উপহার দিয়েছেন। মঙ্গলবার (৫ মে)সকাল ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে এর হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন- শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রহিমা আক্তার , উপ-সহকারী কৃষি অফিসার নন্দকুমার বনিক, সহকারী কৃষি অফিসার মো. শাহ আলম কবির, শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিশাত সিকদার, কেন্দ্রীয় বিকল্প যুব ধারার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ব্যাংক এশিয়ার সিরাজদিখান ব্রান্চম্যানেজার বিপুল সরকার, কর্পোরেট অফিসের বিডি এম আক্তার হোসেন, মুন্সিগঞ্জর এজেন্ট ব্যাংকিং এর আর এম মো. আলী আক্কাস, ডি এম মো. গোলাপ মিয়া।

মেসিনটির বর্তমান মুল্য ১৮০,০০০/= টাকা। এর মধ্যে সরকারের ভর্তুকি রয়েছে ৯০,০০০/= টাকা এবং ব্যাংক এশিয়া কর্মচারীরা দিয়েছন ৯০,০০০/= টাকা।

এবিষয়ে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্যাংক এশিয়া মাদবর হাট এজেন্ট পয়েন্টের কর্মকর্তা মো. তাজুল ইসলাম। উল্লেখ্য, এই মেসিনটি খরচমূল্য দিয়ে শ্রীনগর উপজেলার যে কোন কৃষক এটা ব্যাবহার করতে পারবে।

নিউজজি

Leave a Reply