ক্লান্তির স্তব্দতা – জসীম উদ্দীন দেওয়ান

প্রচন্ড কষ্ট বুকের গহিনে, চারিদিকে ক্লান্তির স্তব্দতার সনে।
আমার নি:শ্বাসের শব্দ আমিই পাচ্ছি মনে মনে।
ভোরের আজানের ধ্বনি বেজে ওঠবে ঘন্টা খানেক পর।
আজকি জাগ্রত রজনী কাটবে,যেমনি জাগ্রত দিনভর।
ভাবনাটা অঘটনের তরে ছুটে চলা।
মাকে কথা দিয়ে কি ছুঁড়ে ফেলা।
সাথে ছয় বছরের তোমার শ্রমের হিসেবটা মিলিয়ে দিতে না পারা।
হৃদয় খুড়িয়ে খুড়িয়ে খেয়ে আমি দিশেহারা।
বেঁচে ওঠে যন্ত্রনার সারিতে সারাবেলা।
অসীম কষ্ট আর জ্বালা।
আমাকে বিশুদ্ধ বায়ু কে দিবে?
সবুজ বনানীর তরে কেবা নিবে!
মূল্যহীন আমি, সরল পথ ধরে আজীবন চলা।
কষ্টে কেটেছে সময়, নিজ স্বার্থ হয়নি কারো কিছু বলা।
যে যেভাবে চেয়েছে, সে সেভাবেই পেয়েছে
আমা হতে।
মরিবার সময় মনে পরে ভাবনাতে।
মাথার যন্ত্রনা তীব্রতর হয়ে ওঠে।
ভাবনার জগৎ তীর বিঁধে ছুটে।
বলতে পারিনা কারো কন্ঠ স্বরে স্বজোড়ে।
ভাবনায় কাতর সবে ঘুমন্ত, জেগে ওঠবে ফের ভোরে।
ভোর ভেবে রাতের আকাশে কাক ডাকে।
সব কষ্ট বলতে চাই ওকে ডেকে।
ভাবনাটা আমার এখানেও হেরে যাই।
বিছানায়ই পরে থাকি, কাকের মতো পাখা নাই।
নিজের কষ্ট বুক জুড়ে বহে।
জীবন ভর যেমনে যায় সহে।।
তীব্র জ্বালায় আমি কাতর হই।
এবার কি আর, সময় বাঁচবার নই…

Leave a Reply