টঙ্গীবাড়ীতে প্রসবের সময় সেবিকার হাতে নবজাতকের মৃত্যু

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবিকা নিহারিকা স্বাভাবিক প্রসবের চেষ্টা করার সময় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গাইনি চিকিৎসক না থাকায় তিনি প্রসবের চেষ্টা করেন।

উপজেলার ভিটি মালদা গ্রামের বিপ্লব পাইক শনিবার ভোরে তার স্ত্রী তানজিলাকে সন্তান প্রসবের জন্য উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে আসেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা সিহাদ দেওয়ান বলেন-ভোরে তানজিলা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে তার পরিবার। তার স্বামী বিপ্লব পাইক বলেন-চিকিৎসক না থাকায় অবহেলায় নবজাতকের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেবিকা নিহারিকা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই শিশুটি মারা গেছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রণয় মান্না বলেন, শিশুটি তার মায়ের পেটের ভেতর পায়খানা করে দিয়েছিল। যখন শিশুটি প্রসব হয় তখন তার শরীরে পায়খানা মাখা ছিল। ধারণা করা হচ্ছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই শিশুটি তার মায়ের পেটে মারা গেছে।

যুগান্তর

Leave a Reply