মিরকাদিমে পাল বাড়িতে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণের চেষ্টা

জেলার মিরকাদিমের মিরাপাড়া রামনগরে সরকারি ‘ক’ তফসিলভূক্ত ঐতিহাসিক পাল বাড়িতে অবৈধ স্থাপনা নির্মাণ করার অভিযোগ উঠেছে। এতে স্থানীয় আ. খালেকের ছেলে মিলন ও মিজান গংরা স্থাপনা নির্মাণ করছেন। একই সাথে স্থানীয় রিফাত আলম রাজুর পৈত্রিক সম্পত্তিতে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, মিলন ও মিজান গংরা অবৈধভাবে পাল বাড়িতে পাকা স্থাপনা নির্মাণ করেছেন। এ বিষয়ে পঞ্চায়েতেরর নেতৃবৃন্দ সতর্ক করলেও তার মানছেন না। দ্রুত প্রশাসনের পদক্ষেপ প্রয়োজন। এ বিষয়ে গত ২৩ মার্চ হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করেছেন রিফাত আলম রাজু। সরকারি সম্পত্তিতে রাতারাতি স্থাপনা নির্মাণ করায় স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

রোববার বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায় নির্মাণ কাজ চলছে। পুলিশ ঘটনাস্থলে কাজ বন্ধ করে দিলেও পূণরায় কাজ চলমান রয়েছে।

অভিযোগকারী রিফাত আলম রাজু বলেন, সরকারি ‘ক’ তফসিলভূক্ত পাল বাড়িতে রাতারাতি পাকা স্থাপনা নির্মাণ করছেন মিজান ও মিলন গংরা। সেই সাথে আমার পৈত্রিক সম্পত্তিতেও জোড়পুর্বক স্থাপনা নির্মাণ করছেন। আমরা বাধা দিলে হুমকি ধামকি দিচ্ছে। এই বিষয়ে মুন্সিগঞ্জ কোর্টে মামলার প্রস্তুতি চলমান রয়েছে। আমরা প্রশাসনের দৃষ্টি কামনা করি।

নিউজজি

Leave a Reply