দুর্গোৎসব হিন্দু-মুসলিম ভ্রাতৃত্বের নির্দশন- হুইপ এমিলি

জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসব হিন্দু-মুসলিম ভ্রাতত্ব বন্ধনের উজ্জল নির্দশন।’ তিনি বলেন, ‘দেশে সাম্প্রদায়িকতার কোনো ঠাঁই নেই। হিন্দু-মুসলিম সবাই আমরা বাঙালি। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মাবলম্বীরাই শারদীয় দুর্গা উৎসব উপভোগ করছেন।’

বুধবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বিভিন্ন পূজাম-প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি লৌহজং উপজেলার কুমারভোগ, মেদেনীমণ্ডল, বালিগাঁও, কলমা, গাঁওদিয়া, খিদিরপাড়া, বেজগাঁও এলাকায় বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন।

এ সময় হুইপ তিনি তার নিজস্ব ফান্ড থেকে লৌহজং উপজেলার ১০টি ইউনিয়নের ২৫টি পূজাম-পে ৩ হাজার ও ৫ হাজার টাকা করে অনুদান দেন।

তার সঙ্গে লৌহজং উপজেলার চেয়ারম্যান হাজী আব্দুল গনিসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply