সিরাজদিখানে কাগুজে রাস্তা!

Shirajdikhan_01.01.13_Roadকাগজে-কলমে পরিপূর্ন রাস্তা হলেও বাস্তবের সাথে কোন মিল খুজে পাচ্ছেনা এলাকাবাসী। মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইমামগঞ্জ-রামকৃষনদী সড়কের দেওয়ানপাড়া হইতে বাগবাড়ি গোড়স্থান পর্যন্ত রাস্তাটির বর্তমান অবস্থা এখন এ রকমই। এলজিইডি বিভাগের এক কিলোমিটার দীর্ঘ এই রাস্তা নির্মিত হবার পর থেকে অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে।

এলাকাবাসী তোতা মীর জানায়, নির্মানের সময় রাস্তাটি সঠিক মাপ ও এলজিইডি বিভাগের অনুমোদিত নকসা অনুযায়ী কাজ সম্পন্ন করা হয়নি। এমনকি রোলার দিয়ে রাস্তার মাটি কমপেকশন করা হয়নি। রাস্তার প্রথম অংশ হতে শেষ অংশ প্রায় ২/৩ ফুট নিচু। তাই বর্ষার সময় রাস্তাটি শেষ অংশ পানিতে তলীয়ে যায়। রাস্তার উপরের অংশ ১৬ ফুট প্রশস্ত হওয়ার কথা থাকলেও অধিকাংশ জায়গাই দশ ফুটের বেশী নয়। রাস্তাটি নির্মানের সময় জথেকে ইট বিছানো ঠিক হয়নি। উচু-নিচু থাকায় গাড়ি চলাচল দুরের কথা পায়ে হাটাই কঠিন হয়ে পড়েছে। অথচ রাস্তাটি রাজধানী ঢাকাসহ আশে পাশে চলাচলের ক্ষেত্রে এলাকাবাসীর এটাই একমাত্র প্রদান সড়ক। তাই বর্তমানে এলাকাবাসী এ রাস্তা দিয়ে চলাচলের ক্ষেত্রে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
Shirajdikhan_01.01.13_Road
এব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. শাহজাহান আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি তেমন কোন সন্তোসজনক উত্তর দিতে পারেনি।

মুন্সীগঞ্জ নিউজ

Leave a Reply