খালেদার বক্তব্যের প্রতিবাদ মুন্সীগঞ্জ আ’লীগ নেতাকর্মীদের

politicক্ষমতায় এলে গোপালগঞ্জ জেলার নাম পরিবর্তন করার বিএনপি নেত্রী খালেদা জিয়ার বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন মুন্সীগঞ্জ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রোববার সন্ধ্যার পর পৃথক পৃথক বিবৃতিতে এ বক্তব্যের নিন্দা জানানো হয়।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আফসারউদ্দিন ভূঁইয়া এক বিবৃতিতে জানান, ‘বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া হুমকি দিয়েছেন, বিএনপি ক্ষমতায় গেলে গোপালগঞ্জ জেলার নাম পরিবর্তন করবেন। দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী হয়েও তার এ রকম অযৌক্তিক হুমকির তীব্র নিন্দা জ্ঞাপনকরছি।’

শহর ছাত্রলীগের সাবেক সভাপতি মালেকুন মাকসুদ বিপুল প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান, ‘দলের চেয়ারপার্সন বা নেতৃবৃন্দের কাছ থেকে দলীয় নেতাকর্মীরা শিক্ষা গ্রহণ করে থাকে। খালেদা জিয়া গোপালগঞ্জের নাম পরিবর্তনের হুমকি দেওয়ার ঘটনা প্রতিহিংসাপরায়ন কাজের অংশ। দেশের বিরোধী দলীয় নেত্রীর এমন হুমকিতে মানুষ কী শিক্ষা নেবে ?’

এছাড়া জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সাইফুল বিন সামাদ শুভ্র, জেলা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সভাপতি রেজাউল ইসলাম সংগ্রাম, সদর যুবলীগের সভাপতি বাদল রহমানসহ একাধিক যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতিতে নিন্দা জানিয়েছেন।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply