ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার দীর্ঘ যানযট

বৃহস্পতিবার রাত ৯টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার মেঘনা সেতু থেকে মেঘনা গুমতি সেতু পযর্ন্ত দীর্ঘ ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কের মেঘনা সেতুতে মালবাহী একটি ট্রাক বিকল হয়ে গেলে এ যানযটের সৃষ্টি হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে ভবের চর পুলিশ ফাঁড়ির ইনচার্য সাইফুল ইসলাম জানান, মালবাহী একটি ট্রাক যান্ত্রিক ট্রুটির কারণে হঠাৎ বিকল হয়ে পড়লে এ যানযটের সৃষ্টি হয়। তবে ট্রাকটি সাথে সাথেই মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তারপরও আগামী ২দিন সরকারী ছুটির কারণে গাড়ির চাপ বেশী ছিল। তাই এই যানযটের সৃষ্টি হয়। তবে আস্তে আস্তে মহাসড়কে গাড়ির চাপ কমে আসছে।

বিডিলাইভ

Leave a Reply