উচ্চ আদালতের আদেশ অমান্য করে কানাডা প্রবাসীর জমি কর্তন

টঙ্গীবাড়ী উপজেলার পাচগাওঁ গ্রামে উচ্চ আদালতের আদেশ অমান্য করে কানাডা প্রবাসী কামাল বেপারীর জমির মাটি কর্তন কাজ চলছে। পাচগাঁও গ্রামের হাকিম খন্দকার বাংলাদেশ সুপ্রীমকোর্ট হাইকোর্ট বিভাগের গত ২১/০৬/২০১৫ইং তারিখের ১ বছরের নিষেধাজ্ঞা আদেশকে অমান্যকরে বেকু মেশিন লাগিয়ে ৫ দিন যাবৎ এ মাটি কর্তন কাজ চালিয়ে যাচ্ছে। এতে ওই প্রবাসী বাধা দিলে হাকিম খন্দকার লোকজন নিয়ে তাকে প্রাণনাশের হুমকী প্রদান করছে। এ ঘটনায় প্রবাসী কামাল বেপারী বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় একটি সাধারণ ডায়রী যাহার নং ৩৮২ তাং ১১/০৪/১৬ দায়ের করেছেন।

জানা গেছে, উপজেলার পাচঁগাও মৌজার এস.এ খাতিয়ান ৩৩৩ এস.এ দাগ ১০৩৬ ও ১০৪১নং দাগের ৭৬ শতাংশ নাল জমি ১৯৯৩ সালে পাচঁগাও গ্রামের নাড়– ব্যানার্জী ও সুখেন ব্যানার্জীগংদের কাছ হতে ক্রয় করে ভোগদখল করে আসছিলো চাঠাতি পাড়া গ্রামের কামাল বেপারী গং। কিন্তু পাচঁগাওঁ গ্রামের মৃত চাঁন শরিফ খন্দকার এর ছেলে হাকিম খন্দকার একটি জাল দলিল তৈরী করে ওই সম্পত্তি নিজের বলে দাবী করে। বৃন্দাবন নামের অজ্ঞাত এক ব্যাক্তিকে ওই সম্পত্তির মালিক দেখিয়ে পাচঁগাও গ্রামের হেলালউদ্দিন শেখের আঙুলের টিপসই নিয়ে ওই জাল দলিল তৈরী করা হয়েছে বলে হেলালউদ্দিন নোটারী পাবলিক এর মাধ্যমে আদালতকে জানিয়েছে। এ ঘটনায় কামাল বেপারী প্রথম মুন্সীগঞ্জ আদালতে পরে ঢাকা হাইকোর্ট বিভাগে রিভিশন মামলা নং ১৮৭৮/২০১৫ দায়ের করলে আদালত ওই জমির উপর ১ বছরের জন্য নিষেধাজ্ঞা প্রদান করে। কিন্ত হাকিম খন্দকার ওই অদেশকে অমান্যকরে বেকু মেশিন লাগিয়ে বর্তমানে ওই জমির মাটি কর্তন করছে। এ ব্যাপারে টঙ্গীবাড়ি থানার ওসি আলমগীর হোসাইন জানান, আমি পুলিশ পাঠিয়ে মাটি কাটা কাজ বন্ধ করে দিয়ে আসছি।

জনকন্ঠ

Leave a Reply