ফলোআপ: শিশু নির্যাতনকারী পালক মা গ্রেপ্তার

মঈনউদ্দিন সুমন: মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের বল্লালবাড়ী এলাকায় এক শিশুকে নির্যাতনের ঘটনায় দত্তক (পালক) মা কল্পনা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া সড়ক থেকে কল্পনাকে গ্রেপ্তার করা হয়।

মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম জানান, দত্তক মা কল্পনা বেগম বল্লালবাড়ী এলাকার রিকশাচালক সিরাজ মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। গতকাল রাতে হাতিমারা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান তাঁকে গ্রেপ্তার করেন। কল্পনা বেগমকে সদর থানা হেফাজতে রাখা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে বাবার কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়।

এসপি আরো জানান, শিশুটির মা বিদেশ চলে গেলে বাবা দ্বিতীয় বিয়ে করেন। পরে দেড় বছর আগে শিশুটিকে দত্তক নেন সিরাজ মিয়া ও কল্পনা দম্পতি। এর পর থেকেই চলতে থাকে অত্যাচার-নির্যাতন। শিশুটি পরিণত হয় গৃহকর্মীতে। তাকে প্রতিনিয়ত মারধরসহ করানো হতো বাড়ির সব কাজ। বুধবার অমানুষিক নির্যাতন করার একপর্যায়ে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন। পরে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে যায় শিশুকে। এ ঘটনার পর পালক মা কল্পনা বেগমের নামে মামলা করা হয়।

এনটিভি

Leave a Reply