সিরাজদিখানে সংঘর্ষে আহত ৭

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফেসবুকে ছবি আপলোড করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে সাত ব্যক্তি আহত হয়েছে। এর মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার লতব্দী ইউনিয়নের কংসপুরা গ্রামে ওই ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কংসপুরা গ্রামের সাহাবুদ্দিন ব্যাপারী সম্প্রতি তাঁর ছেলের সুন্নতে খাতনা করেন। এ উপলক্ষে তাঁর বাড়িতে আনন্দ উৎসব ও নাচ-গানের আয়োজন করা হয়। কয়েক দিন আগে কে বা কারা ওই নাচ-গানের ছবি ফেসবুকে আপলোড করলে তা ভাইরাল হয়ে যায়। এতে সাহাবুদ্দিন ব্যাপারী ভীষণ ক্ষুব্ধ হন। তিনি তাঁর প্রতিবেশী শাহ আলম গাজীকে এ নিয়ে সন্দেহ করেন।

গতকাল বুধবার দুপুরে এ নিয়ে শাহ আলম গাজীর সঙ্গে সাহাবুদ্দিনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি থেকে সংঘর্ষে রূপ নেয়। এতে উভয়ের লোকজন জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের সাতজন আহত হয়। আহত শাহ আলম গাজী ও তাঁর তিন ছেলেকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

কালের কন্ঠ

Leave a Reply