জসীম উদ্দীন দেওয়ান এর গীতি কবিতা :- শ্রাবন কন্যা

কে এসে বর্ষারো বার্তা বলে দেয়?
সেকি মনের ভিতর লুকিয়ে রাখে,
নাকি এম্নি করে নেয়?
আপন খেলে, আপন বলে, শ্রাবনেরে দেয় ঠেলে, গগন করে ব্যায়।
সে কি ভিঁজা পথের পথিক সেজে।
কষ্ট ফেলে, আনন্দের খোঁজে-
বারং বার মরে লাজে,
কেনবা পায় সে লাজ?
শ্রাবণ মাখা সাঁঝের বেলা বলতে হবে আজ।
তাঁকে বলতে হবে আজ।
সে মোর জোনাক জ্বলা রাতের বেলা।
আপন মনে করে খেলা,

কি যে মুগ্ধ বায়!
সে যে সুখের সুরে বর্ষায় ফিরে,
শ্রাবনের গান গায়।
অমর স্বাদে, প্রেমের ফাঁদে, সে কি জয়ী হয়?
আষার শেষে, পাশে বসে,
মনের খবর লয়।
ওরে হিয়ার মতন, করে যতন,
কাছের মানুষ ভেবে।
শ্রাবন কন্যা, দিয়ে ধন্যা,
সব সময়ই রবে।
আমার সুখের সময় তবে।

Leave a Reply