বিষের বাঁশির সুর – জসীম উদ্দীন দেওয়ান

আলোর পথ মোর হারিয়ে গেলে,
অমানিশায় চরণ ফেলে,
পথের দিশা নাই।
ছন্নহারা পথিক হয়ে, জীবন বেলার শেষে এসে,
সে পথ কি তব পাই?
সুখের ঘরে আলো জ্বলে,
কালো থাবায় দুরে ঠেলে,
তারার ছটায় জ্বল মলে রূপ,
বিরূপ হয়ে রয়।
বিষের বাঁশির সুরে জীবন,
হয় যে যাতনাময়।
সমীরনের আশায় ওহে, বাতায়ন দেই খুলে।
নোংরা যতো হাওয়ার ভারে, বেদনা যায় দোলে।
বসন্তের বৃক্ষ হলেম, নব পল্লবের আশায়।
শূণ্য পাতার ডালা রয়ে, বিষন্নতায় পিষায়।
সুখ স্নানে কাটি সাঁতার, বানিয়ার খাঁটি জলে।
সেই জলকে নোংরা করে, স্নান মোর বিফলে।

Leave a Reply