‘পোলা আম্মু কইয়া গেলো আর আইলো লাশ হইয়া’

‘আমার কাছে কইলো আম্মু নারায়ণগঞ্জ যামু, আমি কইলাম যাইয়ো না বাবা। কইলো সন্ধ্যার আগে আইয়া পরুম। পোলা আম্মু কইয়া গেলো আর আইলো লাশ হইয়া। রাস্তা থেইকা ধইরা আমার পোলার ফোন নিছে গা, আমার পোলা আর ফোন দিতে পারে নাই। কেমনে কইরা পিটাইয়া ভালো পোলাটারের মাইরা ফেললো। আমি কলিজার টুকরাটারে গো।’

কথাগুলো বলে বারবার আর্তনাদে ভেঙে পড়ছিলেন মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বে নিহত যুবক তুহিনের (২২) মা বিউটি বেগম। আদরের সন্তানকে হারিয়ে পাগল প্রায় মধ্যবয়সী এ নারী।

বুধবার (১৫ মার্চ) বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে মুন্সিগঞ্জ সদরে বড় মোল্লাকান্দি এলাকায় নিজ বাড়িতে নিহতের মরদেহ পৌঁছায়। এ সময় এলাকায় তৈরি হয় হৃদয় বিদারক পরিস্থিতি। স্বজন ও এলাকাবাসীর আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। এ মময় বিউটি বেগমের বিষাদের বিলাপ যেন প্রকম্পিত করছিল আকাশ বাতাস। সন্ধ্যায় জানাজার পর পারিবারিক কবরস্থানে তার দাফন হয়।

বিউটি বেগম বলেন, ‘আমার একটাই দাবি, যারা আমার পোলারে মারলো বুক খালি করলো তাগো যেন বিচারটা হয়।’

নিহত তুহিন সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের এলাকার আলমগীর সরদারের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে তুহিন ছিল সবার বড়।

নিহতের বোন আদুরী বলেন, ‘আমার ভাই প্লে থেকে টেন পর্যন্ত ঢাকায় পড়ছে। শনিবাড়ি থেকে ধইরা নিয়া পেটে পারাইছে, বুকে পারাইছে। টারকাটা মাথায় দিয়া বাইড়াইছে। আমার একটাই অনুরোধ আমার ভাইরে যারা এমনে মারছে তাদের বিচার হোক। ওগো ফাঁসি চাই।’

প্রত্যক্ষদর্শী নিহতের ভাই ফাহাদ বলেন, ‘মোল্লাকান্দি কংসপুরা, ঢালী কান্দি, নোয়াদ্দার ৩০-৪০ জন ছিল। এরমধ্যে আজাহার, জাকির নাজির, বাবুর, সিফাত, জিয়ারে চিনছি। ওগো পায়ে ধইরা আমি কইলাম আমার ভাইটারে ছাইড়া দে। তাও ছাড়লো না, ইচ্ছামতো পিটাইলো।’

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্যকে কেন্দ্র করে সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান রিপন পাটোয়ারী এবং সাবেক চেয়ারম্যান মহসিনা হক কল্পনা পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। নিহত তুহিন রিপন পাটোয়ারীর সমর্থক ছিলেন।

সোমবার টঙ্গীবাড়ীর উপজেলার পুরা ডিসি উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গেলে রিপন-কল্পনা পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তুহিনকে তুলে নেয়। পরে একটি বাগানে বেধড়ক মারধর করে গুরুত্বর অবস্থায় রেখে যায়। স্থানীয়রা তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে গুরুতর অবস্থা দেখে চিকিৎসক তাকে ঢাকায় রেফার করে। মঙ্গলবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।

স্থানীয়রা কয়য়েজন জানান, দুই পক্ষের মধ্যে বিভিন্ন সময় দ্বন্দ্ব সংঘর্ষে আতঙ্কের জনপদে পরিণত হয়েছে এলাকাটি। বিভিন্ন সময় ঘটে হতাহতের ঘটনা। আধিপত্যের লড়াইয়ে বারবার বলি হতে হয় স্থানীয়দের।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারী বলেন, ‘তুহিন আমার দল করতো। এজন্যই কল্পনার লোকজন ওর ওপর ক্ষিপ্ত ছিল। সোমবার তুহিনকে ধরে নিয়ে কল্পনার পক্ষের বাবু কাজী, জিয়া সরকার, সৈকত দেওয়ান, আজহার মোল্লাসহ সন্ত্রাসীরা পিটিয়ে আধমরা করে রেখে যায়। হাসপাতালে ওর মৃত্যু হয়েছে।’

অভিযোগের বিষয়ে নিজের লোকজনের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন মহসিনা হক কল্পনা। তিনি বলেন, গত নির্বাচনে তুহিন রিপনের নির্বাচন করেছে। কিন্তু একটা ছেলে মারা যাক এটা আমি চাই না। আমার লোক জড়িত ছিল না। যারা জড়িত তাদের বিচার হোক এটা আমিও চাই।’

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান জাগো নিউজকে বলেন, প্রাপ্ত তথ্যের আলোকে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। এ বিষয়ে যথাযথা ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসজে/এএসএম

Leave a Reply