সিরাজদিখানে বাল্যবিবাহ বন্ধ করল প্রশাসন, বর ও কনের পরিবারকে দণ্ড

নাছির উদ্দিন: মুন্সিগঞ্জের সিরাজদিখানে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণির এক মাদরাসা ছাত্রী। এ সময় ওই সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বর শাহাদাৎতের বাবাকে ৫০হাজার ও হাফসা আক্তারের মাকে ৩০হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। শুক্রবার দুপুরে এ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুলশানারা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আব্দুল করিম শেখ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বরের বাড়িতে দুপুর থেকে বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত বড়ের বাড়িতে পৌঁছে বিয়ে বন্ধ করে দেন। পাশাপাশি বরকে ও কনের পরিবারকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা বলেন, মেয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে তার নানার হাতে বুঝিয়ে দেওয়া হয়। মেয়ের ১৮বছর পূর্ণ হওয়ার পর ও ছেলের ২১ বছর পূর্ণ হওয়ার পর যদি তাদের সম্মতি থাকে তারা বিয়ে করতে পারবে।

Leave a Reply