গজারিয়ায় জয়ী ৩ জনই নতুন মুখ

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচন বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনসুর আহমেদ খাঁন জিন্নাহ। কাপ পিরিচ প্রতীকের এই প্রার্থী ২০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম (প্রতীক আনারস)। আমিরুল ইসলাম জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন ও তার ছেলে সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবের মনোনীত প্রার্থী ছিলেন।

মনসুর আহমেদ খান জিন্নাহ’র প্রাপ্ত ভোটের সংখ্যা ৪৪হাজার ৫৩৫। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিরুল ইসলাম পেয়েছেন ২৩ হাজার ৫৬৯ভোট।

নির্বাচন চলাকালে গজারিয়া উপজেলার তিনটি কেন্দ্রে গোলযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৪/৫ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে। তবে, বড় ধরণের তেমন কোন ঘটনা ঘটেনি বলে জেলা নির্বাচন কর্মকর্তা ও গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. বশির আহমেদ জানান।

এ জয় তৃণমূলের জয় এবং জেলা আওয়ামীলীগ সভাপতির পরিবারকে গজারিয়াবাসী আরেকবার সতর্কবার্তা দিয়েছে বলে নেতাকর্মীদের অভিমত।

জয়ী চেয়ারম্যান মোহাম্মদ মনসুর আহমেদ খাঁন জিন্নাহ গজারিয়া উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতাদের একজন প্রয়াত চেয়ারম্যান বকুল খানের সন্তান।

ওদিকে টিউবওয়েল প্রতীক নিয়ে ৩০ হজার ৭৮৩ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম মন্টু। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী জুনায়েদ হোসেন মনির তালা প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ হাজার ৭৭৮ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে ২৬ হাজার ৭৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মীনা আক্তার মীনু। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী মেহেরুন নেসা উত্তরা কলস প্রতীক পেয়েছেন ২০ হাজার ৭০২ভোট।

উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে গজারিয়ার উপজেলায় মোট ভোটার ছিল ১ লাখ ৪৭ হাজার ২৪৬জন। ৬০টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

এই নির্বাচনে পুরাতনদের কেউ জয়ের মুখ দেখেনি। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ৩ জনই নতুন মুখ।

অবজারভার

Leave a Reply