মুন্সীগঞ্জ-৩ আসনে মহাজোটের প্রার্থী নিয়ে বিভ্রান্তি

মুন্সীগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনে মহাজোটের প্রার্থী নিয়ে এখনো বিভ্রান্তিতে রয়েছেন ভোটাররা। আওয়ামী লীগ নেতা এম ইদ্রিস আলী নৌকা প্রতীক ও জাতীয় পার্টির অ্যাডভোকেট মুজিবুর রহমান লাঙল প্রতীক নিয়ে জনসংযোগ, মিছিল-মিটিং চালিয়ে যাচ্ছেন। কেন্দ্র থেকে এখন পর্যন্ত মুন্সীগঞ্জ-৩ আসনে মহাজোটের প্রার্থী কে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ফলে আওয়ামী লীগ কর্মী-সমর্থকরা দোদুল্যমান অবস্থায় রয়েছেন।

তবে এ পরিস্থিতিতে আসনটি নৌকা ও লাঙল প্রতীকের প্রার্থীদ্বয়ের জন্য উন্মুক্ত থাকছে বলে অনেকেই মনে করছেন। আওয়ামী লীগ নেতাকর্মীরা জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমানকে মহাজোটের প্রার্থী হিসেবে মেনে নিতে চাইছেন না। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা এখন আওয়ামী লীগ প্রার্থী এম ইদ্রিস আলীর পক্ষে নৌকা মার্কায় ভোট চাইছেন। অন্যদিকে জাপা নেতা অ্যাডভোকেট মুজিবুর রহমান মহাজোটের প্রার্থী দাবি করে লাঙল মার্কায় ভোট চাওয়া হচ্ছে।

[ad#co-1]

Leave a Reply