মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ-ঢাকা সংযোগ সড়কের দাবিতে মানববন্ধন

ঈদের পরের দিন রবিবার মুন্সিগঞ্জ-ঢাকা সংযোগ সড়কের দাবিতে মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে। প্যাসেঞ্জার্স এসোসিয়েশন অব মুন্সিগঞ্জ সংগঠনের উদ্যোগে জেলা শহরের শিল্পকলা একাডেমীর সামনে থেকে সুপার মার্কেট এলাকা পর্যন্ত প্রধান সড়কের এক পাশে মানব বন্ধন রচনা করে। সামাজিক, সাংস্কৃতিক, রাজনিতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ সংযোগ সড়কের দাবীতে এই মানব বন্ধনে অংশ নেন। প্রায় ১ঘন্টা মানব বন্ধন শেষে বাজারের পাশে প্রধান সড়কে পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মৃনালকান্তি দাস, পৌর মেয়র এডভোকেট মুজিবুর রহমান, আলী আকবর মিলন, ক্যাবের সভাপতি জাহাঙ্গীর সরকার মন্টু, মীর নাসির উদ্দিন উজ্জ্বল, সমর দাস, জাহাঙ্গীর আলম ঢালী, তামান্না মনিসহ অনেকে। বক্তারা অসহনীয় যানজট নিরসনের লক্ষ্যে নারায়ণগঞ্জ দিয়ে একটি সংযোগ সড়ক দ্রুত চালুর দাবী জানান।

উল্লেখ্য ঢাকা থেকে মুন্সিগঞ্জের দুরুত্ব ২৭কিলোমিটার হলেও ঢাকা-মুন্সিগঞ্জ সঙ্গীর্ণ এই সড়ক দিয়ে যান বাহন যাতায়াত প্রায় দু’ঘন্টা সময় ব্যয় হয়। এতে মানুষের কাজ কর্মে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে।

[ad#co-1]

Leave a Reply