হিজড়াদের পাশে বালাম

সমাজের অবহেলিত সম্প্রদায়ের মানুষের সেবায় এগিয়ে এলেন সংগীতশিল্পী বালাম। হিজড়া হিসেবে পরিচিত এ সমাজের উপেক্ষিত মানুষদের জন্য কবরস্থান নির্মাণের অর্থ জোগানের কাজে পাশে দাঁড়িয়েছেন তিনি। সম্প্রতি ‘কমনজেন্ডার দ্য ফিল্ম’ নামের একটি সিনেমাতে কাজ করতে গিয়ে বালামের এ আগ্রহটা সৃষ্টি হয়েছে। ছবিটির প্রযোজক এবং পরিচালক কমনজেন্ডার দ্য ফিল্ম ছবি থেকে প্রাপ্ত অর্থ দিয়ে দেশের সাতটি বিভাগীয় শহরে কবরস্থান নির্মাণের ঘোষণা দেন। ছবিটিতে সংগীত পরিচালনার পাশাপাশি দুটি গানে কণ্ঠ দিয়েছেন বালাম। বালাম বলেন, ‘মূলত ছবিটিতে কাজ করতে গিয়ে নোমান রবিন ভাইয়ের আইডিয়াটা আমাকে বেশ ভাবিয়ে তোলে।’

এ প্রসঙ্গে বালামকে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘আমাদের সব শিল্পীর একটা সামাজিক দায়বদ্ধতা আছে বলে আমি মনে করি। সে জায়গা থেকে রবিন ভাইয়ের সঙ্গে কথা বলার পর বেশ অবাকই হই। তারপর মনে মনে চিন্তা করলাম, আমি নিজেও তো এ কাজটির সঙ্গে সম্পৃক্ত হতে পারি। মূলত সে ভাবনা থেকে নিজেও এ মহতী কাজের একটা অংশীদার হলাম আর কি।’ বালাম আরও বলেন, ‘ছবিটিতে আমার কণ্ঠে দুটি গান রয়েছে। এ দুটি গান থেকে যত অর্থ অর্জিত হবে, তার পুরোটাই সমাজের এ ধরনের সুবিধাবঞ্চিতদের জন্য। এটা এখন আমি ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে দিয়ে দিয়েছি। এ ধরনের একটি কাজের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে খুব ভালো লাগছে।’ এ ধরণের ব্যাতিক্রমী ও জনহিতকর কাজে নিজেকে আরও বেশি করে নিয়োজিত করতে চান তিনি।

[ad#co-1]

Leave a Reply