মরা মানুষের বাণিজ্য! : মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল

মোহাম্মদ সেলিম: মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে মরা মানুষকে নিয়ে চলছে বাণিজ্য। আর এ বিষয়টি যেন কেউ দেখার কেউ নেই। আর এর ফলে ভোক্তভুগি সাধারণ মানুষ রয়েছে বিপাকে। দেখভালো না থাকায় অনেকেই ডোমের হাতে জিম্নি। মানুষ মারা গেলে ডোমের হাত থেকে মোটা অংকের টাকা ছাড়া কেউ ছাড়া পাচ্ছে না।

মুন্সীগঞ্জ জেনারের হাসপাতালে মৃতদেহের পোষ্টমর্টেম রিপোর্ট করতে নিহতদের স্বজনরা পড়েন নানা রকমে অসুবিধায়। ডোমের অত্যাচারে স্বজনরা অতিষ্ঠ হয়ে উঠছে। মোটা অংকের টাকা না দিয়ে কেউ লাশ নিতে পারে না বলেও অভিযোগ রয়েছে।

অনেকের ধারনা ডোমের সাথে আবাসিক মেডিকেল অফিসার সাখাওয়াত হোসেনেরও সক্ষতা রয়েছে। যে কারণে এখানে লাশের রমরমা বাণিজ্য চলছে।

ডোম অনেক সময় একটি লাশের জন্য বিশ হাজার টাকা পর্যন্ত চেয়ে বসে থাকেন। কমপক্ষে তাকে দশ থেকে পনের হাজার টাকা দিতে হয়। অনেক সময় বিশ হাজার টাকাও নিয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সাখাওয়াত হোসেন কোন রকমে দায় সারা গোছের কথা বলেন।

বিক্রমপুর সংবাদ

Leave a Reply