মুন্সীগঞ্জে দুদিনব্যাপী তথ্যমেলা শুরু

মুন্সীগঞ্জ শহরের পুরনো কাচারি এলাকার জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গতকাল মঙ্গলবার বিকালে টিআইবির সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটির আয়োজনে দুদিনব্যাপী তথ্যমেলা শুরু হয়েছে। মেলায় জেলা তথ্য অফিস, সমাজসেবা কার্যালয়, মহিলা পরিষদেরসহ ১৫টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। মেলায় মুন্সীগঞ্জের থিয়েটার সার্কেল নাটক ‘নিধন’ মঞ্চস্থ করে। এ ছাড়া বাউল শিল্পী শ্যামল ও তার দলের পরিবেশনায় মনোমুগ্ধকর বাউল গানের আসর বসে।

মঙ্গলবার বিকাল ৩টায় শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নুরুন-নাহার তথ্য মেলার উদ্বোধন করেন। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক খালেদা খানমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, জেলা তথ্য অফিসার সিরাজদৌল্লা খান, জেলা যুব উন্নয়ন অধিদফতরের উপপরিচালক মাকসুদুর রহমান, সচেতন নাগরিক কমিটির যুগ্ম-আহ্বায়ক শহীদ-ই-হাসান তুহিন প্রমুখ। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমীতে তথ্য মেলা চলবে।

[ad#co-1]

Leave a Reply