মুন্সীগঞ্জে ধরা পড়েছে ডোরাকাটা মেছো বাঘ

কাজী দীপু হ মুন্সীগঞ্জ থেকে: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় গ্রামবাসীর পাতা ফাঁদে ধরা পড়েছে বিরল প্রজাতির ডোরাকাটা এক মেছো বাঘ। শনিবার রাতে উপজেলার মনারকান্দি গ্রামে মুরগীর খামারের সামনে পাতা ফাঁদে এটি ধরা পড়ে। গতকাল রোববার সকালে স্থানীয় প্রাণি ও পশু সম্পদ বিভাগ আটক মেছো বাঘটি ঢাকার চিড়িয়াখানায় হস্তান্তর করেছে।

গজারিয়া উপজেলার প্রাণি-পশু সম্পদ কর্মকর্তা আরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, সাধারণত এ ধরনের মেছো বাঘ পাহাড়ী-বনাঞ্চলে দেখা যায়। এর রং অনেকটা নীল। উচ্চতা দেড় ফুট ও লম্বায় আড়াই ফুট।

গ্রামবাসী জানায়, প্রতিদিন রাতে গ্রামের বিভিন্ন বাড়ির খামার থেকে হাঁস-মুরগি খোয়া যাচ্ছিল। শনিবার রাতে খামারের সামনে ফাঁদ পাতে গ্রামবাসী। আর ওই ফাঁদেই গভীর রাত ৩টার দিকে বাঘটি আটকা পড়ে।

[ad#bottom]

Leave a Reply