বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে ভূমি অধিগ্রহণসহ জরুরি বিষয়ে বৈঠক কাল

হুমায়ুন কবির খোকন: মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর, সিরাজদিখান ও ঢাকা জেলার দোহার এবং নবাবগঞ্জ উপজেলা নিয়ে বিস্তৃত আড়িয়ল বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে ওই এলাকার জমি অধিগ্রহণসহ ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে ২১ ডিসেম্বর জরুরি বৈঠক ডেকেছে বিমান ও পর্যটন মন্ত্রণালয়। বিমান ও পর্যটন সচিব শফিক আলম মেহেদীর সভাপতিত্বে বৈঠকে ঢাকা বিভাগীয় কমিশনার, প্রধানমন্ত্রীর কার্যালয় ও ভূমি মন্ত্রণালয়ের ঊধ্বর্তন কর্মকর্তা, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান, ঢাকা জেলা প্রশাসক মহিবুল হক, মুন্সিগঞ্জ জেলা প্রশাসকসহ বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

গত ১২ ডিসেম্বর আড়িয়ল বিলে বঙ্গবন্ধু বিমানবন্দর নির্মাণে নীতিগত অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ওই এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব সিটি নির্মাণেও অনুমোদন দিয়েছেন। বিমান বন্দরের জন্য প্রস্তাবিত জমির পরিমাণ প্রায় ২৫ হাজার একর। ৫০-থেকে ৬০ হাজার কোটি টাকা ব্যয়ে পিপিপি’র মাধ্যমে এ বিমান বন্দরটি নির্মাণ করা হবে।

[ad#bottom]

One Response

Write a Comment»
  1. Aj 20.12.2010 er jugantor potrikay dekhlam Baraikhali te bekhov misil. Nam porlam kara ai bikhov e onsogrohon koresa. Jara ai Airport er birodhita korse tarai ei Arai Bilar besirvag khas jomi vogdhokhol kore ase abong dibbi takawala hocce. Tara jothesto khomotaban. Aj tarai ai Airport hour bipokhe misil ar sova korse. Ami ebong amar moto oi elakar sobai tader ai bekhov misilar ghor birodhita korsi. Amara chai Airpor houk ebong oi elakar noton diganto suchona houk..

Leave a Reply