ভবানীপুর গ্রামে বাকপ্রতিবন্ধী কিশোরীর শ্লীলতাহানি, গ্রেপ্তার ১

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবানীপুর গ্রামে বাকপ্রতিবন্ধী এক কিশোরীর শ্লীলতাহানি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে পুলিশ পাশের গ্রামের রাজা মিঞাকে (৫৫) আটক করেছে। গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, ওই কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁকে আটক করা হয়।

পরিদর্শক কামাল হোসেন আরও জানান, তিন দিন আগে রাজা মিঞা ওই কিশোরীর শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বলা হয়, ভবানীপুর গ্রামের কাছে খান গ্রুপ শিল্পপ্রতিষ্ঠানের পাশে একটি পতিত জঙ্গলবাড়িতে রাজা মিঞা ওই কিশোরীর শ্লীলতাহানি করেন। বাকপ্রতিবন্ধী কিশোরীটি ঘুরতে ঘুরতে ওই বাড়ির কাছে গিয়েছিল। এ ঘটনার পর আশপাশের লোকজন কিশোরীকে উদ্ধার করে। উদ্ধারকারী গ্রামের বাসিন্দা ফখরুদ্দিন ও সালাউদ্দিন বলেন, কিশোরী আকার-ইঙ্গিতে তাঁদেরকে বুঝিয়েছে যে রাজা মিঞা মুখে কাপড় দিয়ে তাঁকে জঙ্গলবাড়িতে নিয়ে গিয়েছিলেন।

পরিদর্শক কামাল হোসেন আরও জানান, কিশোরীকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

[ad#bottom]

Leave a Reply