পরাজিত – রাহমান মনি

একাত্তরে তাড়া খেয়ে হার মানলো যারা
তারাই এখন সিংহাসনে ভয়-ভীতি ছাড়া।
রাজাকার আলবদর
এখন তাদের অনেক কদর
সংসদে প্রতিনিধি মখমলে বিছানা
বাড়ি গাড়ি সবই আছে সংগে থাকে নিশানা।
নিজ জীবন বাজি রেখে সেদিন যুদ্ধে ছিলো যারা
জীবন যুদ্ধে জয়ী হতে তারা আজও দিশেহারা।
মুজিব সেনা মুক্তিবাহিনী
বিচিত্রসব তাদের কাহিনী
সচিবালয়ে ধর্ণা দিয়েও মেলেনা কোন কাজ
পরাজিত করেছিলো যাদের তারাই রংবাজ।
এইজন্যই কি দেশের প্রয়োজনে করেছিলো যুদ্ধ
ক্ষোভ তাদের রাজাকাররা আজও কেন হলোনা শুদ্ধ।
আলী আহসান মুজাহিদ
এখনো তার ভাঙেনি নিদ।

প্রকাশ্য দিবালোকে বলল এমন কথা,
বীরঙ্গনা মা-বোনদের নীচু হলো মাথা।
স্বাধীনতার যুদ্ধে তারা করেছিলো বিরোধীতা
পাকিস্তানকে অটুট রাখাই ছিলো তাদের নৈতিকতা।
আল বদর আল শামস
সংগে পাকিস্তানি আর্মস
মা-বোনদের ইজ্জতহরন আর লুটতরাজ
একাত্তরের মুক্তিযুদ্ধে ছিলো যাদের মূলকাজ।

Leave a Reply