গজারিয়ায় আদালত থেকে আসামির পলায়ন

মুন্সীগঞ্জে আদালতের কাঠগড়া থেকে একটি মামলার প্রধান আসামি পালিয়ে গেছে। ওই আসামির নাম সুরুজ্জামান। সে একটি চাঁদাবাজির মামলার প্রধান আসামি। আজ সোমবার গজারিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এ ঘটনা ঘটে। জানা গেছে, মার্চ মাসে একটি মারামারির ঘটনায় ১৮ জনকে আসামি করে গজারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলার আসামিরা পরে হাইকোর্ট থেকে জামিন নেন।

কিন্তু বিচারক আসামিদের নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলে তারা সোমবার মুন্সীগঞ্জের গজারিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পুনরায় জামিন নিতে যায়। এ সময় আদালতের বিচারক আবুল হাসনাত আব্দুল্লাহ ওই মামলায় সকল আসামিকে জামিন মঞ্জুর করেন। কিন্তু এর মধ্যে ৬ জনের নামে অন্য একটি চাঁদাবাজির মামলা থাকায় তিনি তাদের আটকের নির্দেশ দেন। বিচারকের এ নির্দেশ শুনে কাঠগড়ায় দাঁড়ানো মামলার প্রধান আসামি সুরুজ্জামান কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় আদালত পরে অন্য আসামিদেরও আটক করে রাখে।

আদালত সূত্র জানায়, বিকেলে চাঁদাবাজি মামলার ৫ আসামিকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে অপর ১১ জনকে আদালত ছেড়ে দিয়েছে।

Leave a Reply