সিরাজদিখানে মধ্যরাতে বোমা বিস্ফোরণ এলাকায় আতঙ্ক

সিরাজদিখানের রাজানগর ইউনিয়নের নয়ানগর গ্রামের ধীরেন বাড়ৈর বাড়িতে গত বৃহস্পতিবার মধ্যরাতে পরপর দুটি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়। এ ঘটনায় আসন্ন নির্বাচন সামনে রেখে ভোটারদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। পরে ৯ জনকে আসামি করে মামলা হলেও এ পর্যন্ত পুলিশ বোমা বিস্ফোরণের কারণ উদ্ঘাটন করতে পারেনি। এ ব্যাপারে ধীরেন বাড়ৈ জানান, ওই রাতে তাঁর বাড়িতে পার্টি ছিল এবং তাতে দেড় শতাধিক লোকের সমাগম ছিল।

রাত সাড়ে ১১টায় পার্টি শেষ হওয়ার পরপরই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে রাত ৩টার দিকে ধীরেন বাড়ৈ বাদী হয়ে থানায় মামলা করেন। তবে মামলার এজাহারে উলি্লখিত আসামিদের নাম নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জানতে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলমের সঙ্গে টেলিফোনে একাধিকবার যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে শ্রীনগর সার্কেলের এএসপি সাইফুল ইসলাম জানান, রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে অনেক মামলাই হতে পারে। একপেশে কিছুই করা হবে না। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply