আমার প্রিয় বাংলা – জসীম উদ্দীন দেওয়ান

রক্তে ভেঁজা মাটি আমার, লাখো জীবনের ধারা।
হায়েনার আঘাতে ছিন্ন তাজা প্রাণ, রক্ত স্রোতধারা।
বাঙ্গালী নিধনে মাতিয়া জানোয়ার, হায়েনার ছোবল হাঁকি।
বর্বোরতাকে হার মানিয়ে, পাষন্ড চিত্র আঁকি।

নিষ্পাপ মুখের হাসি নিয়েছে, দম্পতি বন্ধনে চির।
আমার প্রিয় বাংলা মাকে করে দিয়ে অস্থির।
সবুজ মায়ের বুকের ভিতর, রক্তের রেখা টেনে।
হঁটিয়ে ওদের বিত্ত এঁকেছি, স্বাধীন পতাকা এনে।

দস্যুদের দস্যুপনায় শকুনির যোগিয়ে খাবার।
পাকিস্তানি দস্যুসেনারা ৭ হাজার বাঙ্গালী করে সাবার।।
আমার বাংলা মাগো তুমি, প্রিয় বাংলাদেশ।
জঘন্যতম গনহত্যায়ও হওনি নি:শেষ।।

রক্ত লালের ঢেউ জেগেছে, প্রতিবাদে ওঠেছে ঝড়।
মাটির মায়ায়, মুগ্ধ ছায়ায় স্বাধীন পতাকা উড়াই থর থর।।

Leave a Reply