গজারিয়ায় সংঘর্ষের ঘটনায় ২ চেয়ারম্যান প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ দাখিল করা হয়েছে। মঙ্গলবার এ অভিযোগ দাখিল করা হয়। এ ঘটনার পর থেকে টেঙ্গারচর ইউনিয়নে উভয় চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় পুনরায় সংঘর্ষের আশঙ্কা করছেন গ্রামবাসী।

জানা গেছে, উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এছাক আলীর সমর্থকরা সোমবার রাতে নির্বাচনী প্রচারণা শেষে টেঙ্গারচর গ্রামের একটি কবরস্থানের পাশে সভা করছিল। এ সময় প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেনের সমর্থকরা তাদের উপর হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে অন্তত ৩০ জন আহত হয়। এর মধ্যে ফখরুল, সামছুলক ও রেফায়েত উল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

গজারিয়া থানা পুলিশ জানায়, এ ঘটনায় চেয়ারম্যান প্রার্থী এছাক আলী ও আলমগীর হোসেন বাদী হয়ে একে অপরকে প্রধান আসামি করে আজ মঙ্গলবার পাল্টাপাল্টি অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply