মিলনমেলা

বিতর্কিতদের হাত থেকে মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদকে দখলমুক্ত করতে জেলার প্রকৃত মুক্তিযোদ্ধাদের মিলনমেলা বসেছিল মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে। গতকাল দুপুরে বিভিন্ন উপজেলার কমান্ডারসহ প্রায় শতাধিক মুক্তিযোদ্ধা এক সভা করেন।

সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ দখল করে রাখা বিতর্কিতদের অবসান ঘটানোর লড়্গ্যে ৪১ সদস্য বিশিষ্ট নির্বাচন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। নির্বাচন প্রস্তুতি কমিটির প্রধান সমন্বয়ক করা হয় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনিস-উজ-জামানকে। জেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে গণফোরাম নেতা মোহাম্মদ হোসেন বাবুলসহ বিতর্কিত মুক্তিযোদ্ধাদের সরানোর লড়্গ্যে মিলিত সভায় মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবার প্রতিশ্রম্নতি ব্যক্ত করেন। ৪১ সদস্য বিশিষ্ট কমিটি এখন মাঠ পর্যায়ে কাজ করে যাবেন। তাদের কাজের অগ্রগতি নিয়ে আগামী ২৭শে মার্চ আবার তারা উপজেলা মিলনায়তনে সভা করবেন। সভায় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ঢালী মোয়াজ্জেম হোসেন, কমান্ডার জাহাঙ্গীর, আব্দুল লতিফ, আবুল কাশেম, কমান্ডার রিয়াজুল ইসাম বিরাজ, কমান্ডার আব্দুর রহিম, আলহাজ কলিম উলস্নাহ, রফিকুল ইসলাম বীর প্রতিক, কমান্ডার হারম্ননুর রশীদ ঝিলু, কমান্ডার শহীদ, মৃণাল ঢালী, আলী আকবর মিলন, কমান্ডার গোলাম মর্তুজা রাজা প্রমুখ উপস্থিত ছিলেন।

[ad#co-1]

Leave a Reply