মাওয়ায় পাঁচ অপহরণকারীকে গণপিটুনি

অপহরণ করে পালানোর সময় লৌহজংয়ের মাওয়ায় ভুয়া পুলিশ পরিচয়দানকারী পাঁচজনকে জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। উদ্ধার করা হয়েছে অপহৃত রমজানকে। সোমবার রাত ২টায় শ্রীনগর উপজেলার কবুতরখোলা গ্রামের আ. মন্নাফ খানের বাড়িতে একদল লোক গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়ে দরজা খুলতে বলে। তারা মন্নাফের ছেলে রমজানকে মাদকাসক্তির কারণে গ্রেপ্তার করে। এ সময় রমজানের মায়ের চিৎকারে পাশের বাড়ির লোকজন ছুটে আসে। এ ঘটনা মুহূর্তে ছড়িয়ে পড়ে। ছদ্মবেশী পুলিশের গাড়ি মাওয়া ঘাটে পেঁৗছলে জনতা তাদের আটক করে। তারা উদ্ধার করে রমজানকে। ডিবি পরিচয়দানকারী খায়রুল আলম, তাইফুর রহমান, শিবলী মতিন, শহিদুল করিম ও চালক আক্তার হোসেনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সাহা জানান, পারিবারিক কলহের জের ধরে ঘরজামাই মাহাবুর আলম নারায়ণগঞ্জের একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্রকে ভাড়া করে। তারাই অপহরণ করে বলে ধারণা করা হচ্ছে। ওই রাতে মাহাবুর ঘরের দরজা খুলে দেয়। ঘটনার পর থেকে মাহাবুব পলাতক রয়েছেন। শ্রীনগর থানায় একটি অপহরণ মামলা করা হলে পুলিশ মঙ্গলবার পাঁচজন আসামিকে মুন্সীগঞ্জ আদালতে হাজির করে।

Leave a Reply