দুর্গাপূজা উদ্যাপন নিয়ে প্রস্তুতি সভা

শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে গতকাল রোববার মুন্সিগঞ্জ পুুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে সভা হয়েছে। সভায় পূজামণ্ডপে পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে এসপি জানান। জেলার ছয়টি উপজেলা থেকে পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা গেছে, এ বছর জেলায় ২২৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন করা হবে। গত বছর হয়েছিল ২২২টি মণ্ডপে।

সভার শুরুতে এসপি মো. শফিকুল ইসলাম পূজা উদ্যাপন নিয়ে পুলিশের পক্ষ থেকে মণ্ডপগুলোয় কী ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, তা তুলে ধরেন। তিনি পূজা উদ্যাপন কমিটিকে মণ্ডপগুলোয় স্বেচ্ছাসেবক কমিটি গঠনেরও পরামর্শ দেন।

বেলা ১১টায় সভা শুরু হয়ে চলে দেড়টা পর্যন্ত। এসপি ছাড়া সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জী, সাবেক অধ্যক্ষ প্রবীর কুমার গাঙ্গুলী, মীরকাদিম পৌর মেয়র মো. শাহীন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাদের মোল্লা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম, জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি অজয় চক্রবর্তী, সাধারণ সম্পাদক সমর ঘোষ, লক্ষ্মী নারায়ণ জিয়রমন্দিরের সভাপতি অভিজিৎ দাস প্রমুখ।

প্রথম আলো

Leave a Reply