ফিরে আসি বনলতার বারান্দায়

ড. ফজলুল হক সৈকত
মানুষ যখন বিভ্রান্ত-দিকভ্রান্ত কিংবা আশ্রয়হারা হয়ে পড়ে, তখন তার একটি নিশ্চিত ঠিকানা টিকে থাকে আপন মহিমায়_ পৃথিবীর অপ্রতিরোধ্য নিয়মে_ প্রকৃতির এই উদার জমিন তাকে দাঁড়াবার, দম নেয়ার স্থান টুকু করে দেয় নিঃশঙ্কোচে, গিভ অ্যান্ড টেক-এর শর্ত ছাড়াই। সভ্যতার অগ্রগমন আর চালচিত্রে ‘বনলতা সেন’ কবিতায় পরিবেশিত হয়েছে অন্ধকারের চিরন্তনতা, পৃথিবীর আসন্ন স্থিরতা, সৌন্দর্য-বিস্ময় আর মানবিক অনুভূতির জটিলসব বিষয়াদি।

জীবনানন্দ দাশ (জন্ম: ১৮ ফেব্রুয়ারি ১৮৯৯; মৃত্যু: ২২ অক্টোবর ১৯৫৪) বিস্ময়কর কবি-প্রতিভা। দিনবদলের সাথে সাথে বাংলাদেশ-ভারতসহ সারা বিশ্বে তাঁর কবিতার প্রাসঙ্গিকতা ও পচিয়বৃত্ত ব্যাপকতর হচ্ছে ক্রমাগত। আজকাল মধ্যে মধ্যে এমনও মনে হয় যে, বাংলা কবিতায় জীবনানন্দই বোধকরি সবচেয়ে শক্তিশালী ও সামর্থ্যবান কবি_ এ শক্তি ও সামর্থ্য তাঁর সৃজনশীলতা আর সাহিত্যবোধের বিবেচনায়। কবি ও কথাশিল্পী জীবনানন্দ জীবনকে দেখেছেন প্রচলিত দৃষ্টিভঙ্গির বাইরে থেকে, এক নতুন জীবনজিজ্ঞাসার আলোকে। সৃষ্টিজগৎ, প্রকৃতি আর মানুষের চলাচল তাঁর কবিতা-ক্যানভাস। আর তিনি নির্মাণ করেছেন সাধারণ মানুষের বোধ-অতীত অনন্যসব বোধ এবং ওইসব চেতনার নির্যাস। তাই তাঁকে বিবেচনা করা যায়, সাধারণের-অবোধ্য অথচ অবশ্যবিবেচ্য চিন্তাভুবন প্রকাশের রূপকার আর বিস্তৃত ভাবনাবলয়ের নিরাবেগ ভাষ্যকার হিসেবে। বর্তমান আলোচনাকে, আমরা, জীবনানন্দের কবিতা_ ‘বনলতা সেন’ পাঠ-উত্তর অনুভূতি প্রকাশের প্লাটফরম বিবেচনা করবো।

‘বনলতা সেন’ বোধ হয় জীবনানন্দের সবচেয়ে বেশি পাঠকপ্রিয় আর আকর্ষণ-রহস্য সৃষ্টিকারী কবিতা। বিস্ময়ের ব্যাপার, এ পর্যন্ত হয়েছে কবিতাটির, বেশিরভাগই বিভ্রান্তিমোড়া_ ভুল পাঠ; নিবিড় পাঠ তেমনটি হয়নি। অধিকাংশ ক্ষেত্রেই সমালোচক এটিকে প্রেমের কবিতা বিবেচনা করে খুঁজেছেন বনলতা নামক নারীর জন্ম-পরিচয়, পারিবারিক বৃত্তান্ত, কবির সাথে পরিচয়-সম্পর্ক আর মিলন-বিরহের ব্যাপারাদি। কেউ বলেছেন বনলতা কবির কাব্যলক্ষ্মী, কেউ বলেছেন নাটোরের অপরূপ সুন্দরী বনলতার সাথে কবির সাক্ষাৎ হয়েছিল নাটোরে বনলতাদের বাড়িতেই, কারো মতে বা কবি তাকে দেখেছিলেন কলকাতা যাবার পথে ট্রেনের কামরায়। নাটোর থেকে এক পরিবার একদা বরিশালে এসে জীবনানন্দদের বাড়ির পাশে স্থায়ী বসতি স্থাপন করে, সে পরিবারের যুবতীকন্যা বনলতার চোখে দৃষ্টি রেখে অভিভূত হয়েছিলেন কবি_ এমন ধারণাও প্রচলিত। গবেষক-সমালোচক ছাড়াও সাধারণ জনমনেও বনলতা-বিষয়ক বোধ-আগ্রহের কমতি নেই। নাটোরে ‘বনলতা উচ্চ বালিকা বিদ্যালয়’, ‘বনলতা ফিলিং স্টেশন’ প্রভৃতি সেবা ও বাণিজ্যমুখি প্রতিষ্ঠান দাঁড়িয়ে যাওয়ার ব্যাপারটিও সচেতন পথিক-দর্শকের মনে কম আগ্রহ জাগায় না।

বাস্তবিকঅর্থে, কবিতাটিতে জীবনানন্দ অনেকগুলো বিষয়ের সমন্বয় ঘটিয়েছেন চিত্রশিল্পীর রঙ-প্রয়োগের চাতুর্যে। একটি সমতল ক্যানভাসে তিনি এঁকেছেন সভ্যতা আর জীবনের বিচিত্রসব প্রান্ত। হাজার বছরের ইতিহাস-ঐতিহ্যের ডানায় ভর দিয়ে কবি অগ্রসর হয়েছেন মানুষের প্রত্যাশা-প্রাপ্তি, বিস্ময়-বিভ্রান্তি আর জীবন-অবসানের আহ্বানের দিকে। পথে স্পর্শ করেছেন রহস্যময়তা, অতিশব্দের মাহাত্ম্য, স্বস্তি এবং আনন্দের হাতছানি।

বহুদিনের পরিক্রমায় অনেক গলি-বাঁক পেরিয়ে পথশেষের মোড়ে দাঁড়িয়ে জীবনানন্দ উপলব্ধি করেছেন মানবিক শূন্যতাবোধের গভীর-অবস্থান। পৃথিবীর নানান প্রান্ত আর পাহাড়-সমুদ্রের উচ্ছ্বাস অতিক্রম করে, ঐতিহ্যের সকল শক্তি ও সৌন্দর্য বিলীন হওয়ার ইতিহাস কপালে এঁকে পথিককবি সন্ধান পেয়েছেন এক অনাবিষ্কৃত সত্যের; জাগতিক কৃত্রিম-কাঠামো শোভার অন্তরালে প্রকৃতির অকৃত্রিমতায়, তার ছায়াতলে রয়েছে ক্লান্তিমোচনের মহৌষধ। বনের লতা-পাতায় খুঁজে পেয়েছেন স্বস্তির সঠিক ঠিকানা। আর এই উপলব্ধি প্রকাশের জন্য তিনি নির্ভর করেছেন প্রতীক-প্রয়োগের ওপর। লতা-পাতার সঙ্গে জাগতিক বংশ-পদবি যুক্ত করে তার সৌন্দর্যকে দান করেছেন মানবীয় পরিচিতির প্রলেপ। স্থানের নাম জুড়ে দিয়ে আমাদের_ পাঠকের, সংশয় কিংবা বিশ্বাসকে বাড়িয়ে দিয়েছেন বহুগুণ। সম্ভবত তাঁর সৃষ্ট স্বপ্নময়তার ভুবনে পাঠকের বিশ্বাসি বিচরণকে নিশ্চিত করতে চেয়েছেন তিনি এই কৌশল আরোপের মধ্য দিয়ে। কবিতাকে কিংবা শিল্প-সাহিত্যকে যদি আমরা বাজারের অন্যসব পণ্যের মতো বিবেচনা করি, তাহলে দেখবো নিজের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের জন্য জীবনানন্দের মার্কেটিং পলিসির কী দারুণ প্রয়োগ। আর তাইতো, “বনলতা সেন” শেষপর্যন্ত বাজারে অবিক্রীত আইটেম হয়ে পড়ে থাকে না; বিকোচ্ছে সন্তোষজনক মূল্যে_ দাম পাচ্ছে বিচিত্র ও ইতিবাচক বহুতর মূল্যায়নের পথ ধরে। কবি জীবনানন্দের বর্ণনা-চতুরতায় সাধারণ দৃশ্যবস্তু ধারণ করেছে মানবীয় অস্তিত্ব। আর তখনই, তাঁর বিবরণ ইতিহাস না হয়ে হলো কবিতা আর পাঠকের জন্য তৈরি হয়ে গেল পাঠ-বিভ্রান্তির পূর্ব-অনির্ধারিত পরিপ্রেক্ষিত। জীবনানন্দের বিমুগ্ধ পাঠক বনলতারূপি রমনীর অন্বেষায় আজও কেবল দোল খেতে থাকে কবির সভ্যতাক্লান্তি-বিবৃতির নাগরদোলায়।

দূর ‘সিংহল সমুদ্র’, ‘মালয় সাগর’, ভারতবর্ষের প্রাচীন রাজা অশোক আর বিম্বিসার এবং এ অঞ্চলের অতি-প্রাচীন নগরী ‘বিদর্ভ নগর’ পারি দিয়ে কবি প্রবেশ করেছেন বিশ শতকের প্রথমার্ধে বিশ্বব্যাপী বাণিজ্যিক ধস, ফলত চাকরিবাজারে অনিশ্চয়তাঘেরা জীবনযন্ত্রণায়। ব্যক্তিগত জীবনের অর্থনৈতিক টানাপড়েন আর সমাজ-রাষ্ট্রেরসমূহ বিপদ তাঁকে বিচলিত-বিভ্রান্ত করে তুলেছিল। বিশ্ব আর্থ-রাজনৈতিক আবহ তখন জীবনানন্দের কবিতার শরীরে ঢুকে পড়ে স্বাভাবিক উপাদান ও শক্তি হিসেবে।

অতঃপর কবি যাপিতজীবনে চলার পথে মোহাচ্ছন্নতা আর বিভ্রান্তির কথা লিখেছেন ঐতিহ্যের নিবিড় পতনের ধ্বনি-মাধুর্যে। কবিতাটির দ্বিতীয় অনুচ্ছেদে গিয়ে পুরুষপাঠক পড়ে দারুণ মুশকিলে। হারিয়ে-যাওয়া সভ্যতার গভীর অন্ধকার আর প্রিয়তমার চুলের কালোর অতলতার বিভ্রমে আটকে যায় তার চিন্তন-বিলোড়ন। প্রাচীন নগরী ‘বিদিশা’ তখন তার বস্তু-পরিচয় ঝেড়ে ফেলে নারীর কোমলকান্তির মোড়ক পরিধান করে নেয়; পথভোলা পথিককে দিক-নিশানা বাতলে দিতে-আসা অভিভাবকের দায় ও দায়িত্ব গ্রহণ করে। প্রেমকাতর কবিতা-পাগল হৃদয়ের জন্য কবি নির্মাণ করেন ভালোবাসা আর আশ্বাসের বিরাট ভূমি। জীবনানন্দ লিখছেন:

চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,

মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের ‘পর

হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা

সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর,

তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, ‘এতদিন কোথায় ছিলেন?’

পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন।

(বনলতা সেন)

তিরিশি (বিশ শতকের তৃতীয় দশকে বাংলাসাহিত্যে আবির্ভূত) কবিদের বড় সাফল্য তাঁরা প্রেম ও প্রেমিকাকে কল্পনার রঙিন আকাশের ধোঁয়াশা থেকে বাস্তবে নামিয়ে আনতে পেরেছেন; জীবনানন্দেও তার ব্যতিক্রম দেখা যায় না_ বরং তাঁর বিবরণে সে উপস্থিতি যেন আরো উজ্জ্বল এবং অধিক নিকটতর। শুদ্ধ প্রেম ও নিষ্ঠায় বাঙালিও বিশ্বাস রয়েছে; তারা প্রেমিক বা প্রেমিকার জন্য হৃদয়ের সবচেয়ে গোপন ও প্রিয় অধ্যায়টি অতিযত্নে সংরক্ষণ করতে ভুল করে না। মানুষ বারবার প্রেমে পড়তে পারে; আবার কেবল একজনকে ঘিরেও আবর্তিত হতে পারে তার প্রেমের ঘর-বারান্দা। কবিরাও তাই প্রেমের কবিতায় অনেকের ছবি যেমন অাঁকতে পারেন; তেমনি একজনকে নিয়েও লিখতে পারে অনেক কবিতা। জীবনানন্দের বনলতাকে নিয়ে আমাদের যেমন রয়েছে হাজারো প্রশ্ন ও সংশয়; জীবনানন্দের মনেও বারবার ছায়া ফেলেছে বনলতার মুখ (না-কি ছায়া কিংবা মায়া!)। একটি উপন্যাসে এবং পরে পাঁচটি কবিতায় তিনি বনলতাকে হাজির করেছের নানানভাবে ও ভঙ্গিতে। কারুবাসনা (রচনাকাল: ১৯৩৩) উপন্যাসে জীবনানন্দ লিখেছেন:

চারিদিকে তাকিয়ে দেখি শুধু মৌসুমির কাজলঢালা ছায়া। কিশোরবেলায় যে কালো মেয়েটিকে ভালোবেসেছিলাম কোনো এক বসস্তের ভোরে, বিশ বছর আগে যে আমাদেরই আঙিনার নিকটবর্তী ছিল, বহুদিন তাকে হারিয়েছি_ আজ, সেই যেন পূর্ণ যৌবনে উত্তর আকাশে দিগঙ্গনা সেজে এসেছে। দক্ষিণ আকাশে সে-ই যেন দিগ্বালিকা, পশ্চিম আকাশেও সে-ই বিগত জীবনের কৃষ্ণা মণি, পুব আকাম ঘিরে তারই নিটোল কালো মুখ। নক।সত্রমাখা রাত্রির কারো দিঘির জলে চিতল হরিণীর প্রতিবিম্বের মতো রূপ তার।_ প্রেয় পরিত্যক্ত মৌনমুখী চমরীর মতো অপরূপ রূপ। মিষ্টি ক্লান্ত অশ্রুমাখা চোখ, নয় শীতল নিরাবরণ দুখানা হাত, মান ঠোঁট, পৃথিবীর নবীন জীবন ও নবলোকের হাতে প্রেম, বিচ্ছেদ ও বেদনার সেই পুরনো পলীর দিনগুলো সমর্পণ করে কোনো দূর নিঃস্বাদ নিঃসূর্য অভিমানহীন মৃত্যুর উদ্দেশ্যে তার যাত্রা।

সেই বনলতা_ আমাদের পাশের বাড়িতে থাকতো সে। কুড়ি-বাইশ বছরের আগের সে এক পৃথিবীতে: বছর আষ্টেক আগে বনলতা একবার এসেছিল। দক্ষিণের ঘরের বারান্দায় দাঁড়িয়ে চালের বাতায় হাত দিয়ে মা ও পিসিমার সঙ্গে অনেকক্ষণ কথা বলল সে। তারপর অাঁচলে ঠোঁট ঢেকে আমার ঘরের দিকেই আসছিল। কিন্তু কেন যেন অন্যমনস্ক নত মুখে মাঝপথে গেল থেমে, তারপর কিড়কির পুকুরের কিনারা দিয়ে, শামুক গুগলি পায়ে মাড়িয়ে, বাঁশের জঙ্গলের ছায়ার ভিতর দিয়ে চলে গেল সে। নিবিড় জামরুল গাছটার নিচে একবার দাঁড়াল, তারপর পৌষের অন্ধকারের ভিতর অদৃশ্য হয়ে গেল।

তারপর তাকে আর আমি দেখিনি।

অনেকদিন পরে আজ সে আবার এল; মনপবনের নৌকায় চড়ে, নীলাম্বরী শাড়ি পরে, চিকন চুল ঝাড়তে ঝাড়তে আবার সে এসে দাঁড়িয়েছে; মিষ্টি অশ্রুমাখা চোখ, ঠা-া নির্জন দুখানা হাত, মস্নান ঠোঁট। সময় থেকে সময়ান্তর, নিরবচ্ছিন্ন, হায় প্রকৃতি, অন্ধকারে তার যাত্রা।

বাঙালি জীবনে প্রেমের অবকাশ ও সম্ভাবনা সঙ্কীর্ণ বলে অনেক সময় কল্পনার নারীকে নিয়েও রচিত হয়েছে প্রেমের কবিতা; সামনে কেউ নেই, হয়তো কখনো ছিল না, তবু কবি তাঁর রক্তমাংসস্বপ্নের প্ররোচনায় লিখতে থাকেন কম্পমান পদাবলি। তাই বাঙালির কবিদের দয়িতার নাম আমাদের কাছে অজানা কিংবা অস্পষ্ট রয়ে যায়; যেমনটা জানা যায় কীটস- বোদলেয়ার বা রিরকের প্রেমিকা বা প্রেমিকাদের নাম। জীবনানন্দ কার বা কাদের উদ্দেশ্যে লিখেছিলেন যন্ত্রণা ও মধুমাখা কবিতাবলি_ এমন প্রশ্নের কোনো উত্তর মেলে না। জীবনানন্দের কবিতায় আছে কল্পনামাখা প্রেমের অবারিত শস্যভূমি। এই প্রেমিক-কবি প্রেমকে জীবনের মতো ভ্রাপক করে তুলেছিলেন; তাঁর কাছে প্রেম কোনো বিশেষ বয়সের সাময়িক উন্মাদনা ছিল না_ তা ছিল জীবনেরই নামান্তর ও রূপান্তর। জীবনের যাবতীয় সাফল্য-ব্যর্থতায় প্রেমবিষ বা প্রেম-অমৃতে তাঁর অবিচল আস্থা; তিনি বিশ্বাস করতেন_ সময়ের অন্ধকার দূর করতে পারে কেবল প্রেমিকার দেহসূর্য। জীবনানন্দ তাঁর দয়িতাদের সবচেয়ে শরীরি কিংবা অশরীরি করে তুলেছিলেন নাম ধরে ডেকে ডেক; বনলতা সেন, অরুণিমা সান্যাল, সুদর্শনা, সুরঞ্জনা প্রভৃতি নাম তাঁর দয়িতাদের নারী (শরীরি) নয়, নিসর্গের (অশরীরি) গোত্রভুক্ত করেছে। বনলতা সেনের সৌন্দর্য: “চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা/ মুখ তার শ্রাবস্তির কারুকার্য।”_ এ বিবরণে বনলতা হয়ে উঠেছে প্রাচীন ধূসর ভারতীয় ইতিহাসের মতো বিমূর্ত, আর প্রাচীন ভাস্কর্যের মতো নিষপ্রাণ। বনলতা এমন এক নারী, যাকে নাটোরের পিচঢালা বা ধূলোমাখা রাস্তায় দেখা যায় না; শয্যায় পাওয়া যায় না_ শুধু সন্ধ্যার নির্জন অন্ধকারে নির্বাক মুখোমুখি বসে থাকে অদৃশ্য-অধরা নারীর অস্পষ্ট ছবি হয়ে।

বনলতার সাথে জীবনানন্দের পরিচয় কিংবা জানাশোনা থাকা-না-থাকা নিয়ে রয়েছে অনেক বিতর্ক, অনেক আশা-নিরাশার দোলা। সত্যিকার অর্থে কবির কল্পনায়, সংসার ও পৃথিবীর যাবতীয় যাতনা থেকে মুক্তির কিংবা পলায়নের অভিপ্রায়ে, এক মোহনীয় নারীর রূপকল্প জেগে থাকতে দেখা যায় নানানভাবে। জন্ম-জন্মান্তরে যার সাথে পথচলা যায়, এমন এক স্বপ্নমানবীর রূপ তিনি বারবার ভেবেছেন; হয়তো পৃথিবীর আলো-বাতাসে খুঁজেছেনও তাকে। মাঝে মাঝে তাঁর কল্পনায় সাজানো নায়িকার মতো দেখতে কাউকে দেখে চমকে উঠেছেনও বোধহয়; কিন্তু শরীরী বনলতাকে তিনি দেখেননি কখনো; ছুঁয়ে দেখাতো স্বপ্ন মাত্র। বাস্তবে এই অদেখা কোনো এক বনলতাকে নিয়ে কবির অভিব্যক্তি প্রকাশ পেয়েছে “একটি পুরনো কবিতা”য়। জীবনানন্দ লিখেছেন:

আমরা মৃত্যুর থেকে জেগে উঠে দেখি

চারিদিকে ছায়া ভরা ভিড়

কুলোর বাতাসে উড়ে ক্ষুদের মতন

পেয়ে যায়_ পেয়ে যায়_ অণুপরমাণুর শরীর।

একটি কি দুটো মুখ_ তাদের ভিতরে

যদিও দেখিনি আমি কোনো দিন_ তবুও বাতাসে

প্রথম জানকীর মতো হয়ে ক্রমে

অবশেষে বনলতা সেন হয়ে আসে।

যদিও জীবনানন্দ তাঁর “দু’জন” কবিতায় লিখেছেন: পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়/ প্রেম ধীরে মুছে যায়।” কিন্তু বনলতার প্রসঙ্গে তিনি প্রেমের অমরতাকে এক রকম প্রশ্রয়ই দিয়েছেন বলা চলে। দুনিয়ার তাবৎ সভ্যতা আর বিস্ময় কিংবা অধরা আনন্দের আড়ালে কবি দেখেছেন না-পাওয়া কোনো এক শুভবোধের ছোঁয়া। আর সে আদরের মৃদু প্রলেপে জুড়ে দিয়েছেন বনলতার কোমল হাত। পথে পথে যেন জীবনানন্দ বিজ্ঞাপনের বোর্ডে লাগিয়ে দিয়েছেন বনলতার মুখ কিংবা মুখের আদলে গড়ে-ওঠা অবিবরণীয় ছবি। ক্লান্তিহীন পথ চলার আর অন্তহীন আনন্দের সাথী হিসেবে যে মানুষকে (অবশ্যই বিপরীত লিঙ্গের) পাওয়া যায় বা মনে মনে ভাবা যায়, সে নারীর মোহময়তা যেন এই নিবিড় প্রেমলগ্ন কবির জীবনে বারবার বনলতার মুখ হয়ে ভেসে ওঠে।

বাস্তবের নারী নয় বনলতা; কল্পনার শোভন ঘরে তার সামনে কেবল নির্জন অবসরে নির্বাক বসে থাকার অভিনয় করা চলে। হাত বাড়ালে তাকে ধরা যায় না। চোখ মেললে তাকে দেখা যায় না। অবশ্য এমনও হতে পারে জীবনানন্দ যে নারীকে কল্পনার দয়িতারূপে ভেবেছেন, এরকম কেউ হয়তো কোনো কালে ছিল; হয়তো মরে গেছে বহু আগে। তার অপেক্ষায় হয়তো বহুকাল স্টেশনে ট্রেনের প্রতীক্ষায় যাত্রীর মতো অমিত সময় পার করেছেন কবি। কিংবা মনের টানাপড়েনে পুড়ে পুড়ে মরেছেন, মনের মতো হৃদয়ের রানীকে না-পাবার যাতনায়। কে জানে কী রকম এক নারীর জন্য সারাটা জীবন ধরে হাহাকার করতে হয়েছে নীরব-অন্তর্মুখি এই জীবনানন্দকে; কে বলতে পারে।

হয়তো ওই নারীর জন্য জীবনের সব আনন্দ বিসর্জনও দিয়েছেন কবি কুসুমকুমারী দাশের স্বপ্নপুত্র জীবনানন্দ (মা কুসুম লিখেছিলেন: আমাদের দেশে কবে সেই ছেলে হবে/ কথায় না বড়ো হয়ে কাজে বড়ো হবে!”)। জীবনের সব আনন্দ বাতাসে মিলিয়ে যেতে দেখা কবি তাই, ঘোরের মধ্যে, লিখছেন “শেষ হ’ল জীবনের সব লেনদেন” কবিতা। এই কবিতায় আমরা জীবনানন্দের বনলতাকে দেখি গভীর রাতের অনুপস্থিতি-উপস্থিতির দোলাচলের রঙিন মোড়কে:

শেষ হ’ল জীবনের সব লেনদেন

বনলতা সেন।

কোথায় গিয়েছ তুমি আজ এই বেলা

মাছরাঙা ভোলেনি তো দুপুরের খেলা

শালিখ করে না তার নীড় অবহেলা

উচ্ছ্বাসে নদীর ঢেউ হয়েছে সফেন,

তুমি নাই বনলতা সেন।

তোমার মতন কেউ ছিল না কোথাও?

কেন যে সবের আগে তুমি চলে যাও।

কেন যে সবের আগে তুমি

পৃথিবীকে করে গেলে শূন্য মরুভূমি

(কেন যে সবার আগে তুমি)

ছিঁড়ে গেলে কুহকের ঝিলমিল টানা ও পোড়েন,

কবেকার বনলতা সেন।

কত যে আসবে সন্ধ্যা প্রান্তরে আকাশে,

কত যে ঘুমিয়ে রবো বস্তির পাশে,

কত যে চমকে জেগে উঠব বাতাসে,

হিজল জামের বনে থেমেছে স্টেশনে বুঝি রাত্রির ট্রেন,

নিশুথির বনলতা সেন।

কবির জীবনে বনলতার উপস্থিতি-অনুপস্থিতি বিষয়ে সকল প্রশ্নের মধ্যে জড়িয়ে আছে প্রেম কিংবা স্বপ্নভঙ্গের অথবা বিরহের ব্যাপারাদি; স্ত্রী লাবণ্যের সাথে কবির সাংসারিক সাফল্য-ব্যর্থতার কতোসব গল্প। আবার পাশাপাশি আছে পৃথিবীর তাবৎ মানুষের স্বপ্নভঙ্গের না-বলা কাহিনী। বাংলা সাহিত্যের মধ্যযুগের কবি ভারতচন্দ্র রায়গুণাকর যখন লিখেছিলেন: “আমার সন্তান যেন থাকে দুধে ভাতে”, তখন নিশ্চয় তিনি নিজের সন্তানাদির জন্য নয়_ দেবীর কাছে জগতের সকল মানুষের কল্যাণ কামনা করেছিলেন। তাহলে জীবনানন্দও কি বনলতার অস্পষ্ট মুখচ্ছবি আাঁকতে গিয়ে পৃথিবীর সব প্রেমবঞ্চিত বা বিরহকাতর প্রেমিক-পুরুষের মনোযন্ত্রণাকে রূপ দিতে চেয়েছেন? কে জানে সে কথা! না-কি হাজার হাজার বছরের সভ্যতার পথে প্রকৃত অর্থে আমাদের মানসিকভাবে না-এগোবার গল্পই গেঁথে তুলেছেন তিনি। আর সে কারণেই বোধকরি, আবারো জীবনানন্দের কবিতায় সভ্যতার বিবরণে ভেসে ওঠে বনলতার মুখ; তার ছবি। কবি লিখছেন:

হাজার বছর শুধু খেলা করে অন্ধকারে জোনাকির মতো:

চারিদিকে চিরদিন রাত্রির নিধান;

বালির উপরে জ্যোৎস্না_ দেবদারু ছায়া ইতস্তত বিচূর্ণ থামের মতো: দ্বারকাক;_ দাঁড়ায়ে রয়েছে মৃত, মস্নান।

শরীরে ঘুমের ঘ্রাণ আমাদের_ ঘুচে গেছে জীবনের সব লেনদেন;

“মনে আছে?” শুধাল সে_ শুধালাম আমি শুধু “বনলতা সেন?”

(হাজার বছর শুধু খেলা করে)

প্রবল ধ্বনিসচেতন কবি জীবনানন্দ বর্তমান কবিতায় অতিশব্দ শ্রবণের প্রাসঙ্গিকতা আর তাৎপর্য বিবৃত করতে চেয়েছেন মানুষের চেতন-অনুভূতিতে নাড়া দেবার প্রত্যাশায়। সাধারণের অশ্রবণীয় শিশির-পতনের শব্দ আর মৃত্যুর নিঃশব্দ আগমন-বার্তা কবিকে এক নীরব-অন্ধকারে নিয়ে হাজির করে যেন; কবি অনুভব করেন প্রকৃতির নিয়মতান্ত্রিক চালচিত্র, জীবজন্তুর নিয়তিতাড়িত জীবনযন্ত্রণা (না-কি মরণযন্ত্রণা!)। আমাদের বাধ্যবৃত্তিজনিত অসহায়তার আড়ালে এই কবিতায় নির্মিতি পেয়েছে আশ্বাস-বারতা, আশ্রয়-ইঙ্গিত আর সবশেষের শেষে নিথর পৃথিবীর ভয়াবহ নির্জনতা; অন্ধকারে মুখোমুখো নিরালাপ দাঁড়িয়ে-থাকার নিষপ্রয়োজনীয়তা। কবিতাকথকের অভিমত:

সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন

সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;

পৃথিবীর সব রঙ নিভে গেলে পা-ুলিপি করে আয়োজন

তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল;

সব পাখি ঘরে আসে_ সব নদী_ ফুরায় এ জীবনের সব লেনদেন;

থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।

(বনলতা সেন)

মানুষ যখন বিভ্রান্ত-দিকভ্রান্ত কিংবা আশ্রয়হারা হয়ে পড়ে, তখন তার একটি নিশ্চিত ঠিকানা টিকে থাকে আপন মহিমায়_ পৃথিবীর অপ্রতিরোধ্য নিয়মে_ প্রকৃতির এই উদার জমিন তাকে দাঁড়াবার, দম নেয়ার স্থান টুকু করে দেয় নিঃশঙ্কোচে, গিভ অ্যান্ড টেক-এর শর্ত ছাড়াই। সভ্যতার অগ্রগমন আর চালচিত্রে ‘বনলতা সেন’ কবিতায় পরিবেশিত হয়েছে অন্ধকারের চিরন্তনতা, পৃথিবীর আসন্ন স্থিরতা, সৌন্দর্য-বিস্ময় আর মানবিক অনুভূতির জটিলসব বিষয়াদি।

যায় যায় দিন

Leave a Reply