দেশের ঋন – রাহমান মনি

যে দেশেতে জন্ম নিয়ে
হলে তুমি বড়,
সে দেশেতে ফিরে গিয়ে
হালটা এবার ধরো।

যে দেশেতে কাটলো তোমার
ছোট্ট বেলার দিন,
সময় হলো দেশে ফিরে
শুধতে হবে ঋন।

জনম দুঃখী মা যে তোমার
পথটা আছে চেয়ে,
জন্মভূমি ধন্য হবে
তোমায় কাছে পেয়ে।

নিজ দেশেতে শিক্ষা শুরু
বিদেশে তার শেষ,
অপেক্ষাতে আছে তোমার
প্রিয় বাংলাদেশ।

তারপরেও কাটাও কেন
দূর প্রবাসে দিন,
সারা জীবন গ্লানি বয়ে
পস্তাবে একদিন।

দেশ তোমাকে কি দিয়েছে
এটাই যদি ধরো,
দেশকে তুমি কি দিয়েছ
সেটাই হবে বড়।

____________________
টোকিও, জাপান।

Leave a Reply