ওইদিকে – সরকার মাসুদ

ওইদিকে মিনিবাস যায় সাইনপুকুর
ইছাপুরার ভেতর দিয়ে গাড়ি গিয়ে পৌঁছায়
মালখানগর; ওদিকে পাপড়ির বুকে ঝাপসা মুকুর,
তার আনমনা চোখের পাতায় ঝরঝর পড়ে যায়
সূর্যাস্তের কুঙ্কুম। কিন্তু আয়নায় কিসের বাধা?
আর্শিপ্রিয় টানা চোখ কেবলই ছড়ায় স্বপ্নের সুর,
হায়! রঙধনু মিলিয়ে যাওয়ার পর হাসে রাধা!
গাছতলায় ক্যামেরা নিয়ে বসে থাকে প্রেম;
সুন্দর বাসে চড়ে আসে এক লোক, হূদয়কাতর;
ভোলা যায় না গভীর বিকেল, প্রিয় জানালার ফ্রেম
ওই লোক পাপড়ির মন ছোঁয়, মনে-মনে ছড়ায় আতর।

ইত্তেফাক

Leave a Reply