গজারিয়ায় মতবিনিময় সভা

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মত কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিক ফজিলাতুন নেসা ইন্দিরা মঙ্গলবার নিজ এলাকা গজারিয়া সফর করেছেন। এই সফরকে ঘিরে মুন্সীগঞ্জের গজারিয়া-ভবেরচরে বিশেষ উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘ প্রায় ৩৫ বছর পর এই উপজেলার সন্তান জাতীয় সংসদের সদস্য মনোনীত হওয়ায় উৎসবে ফেটেপড়ে উপজেলাসীর। বর্তমান সরকারের সফলতা তুলে ধরে এলাকার শিক্ষা, কৃষি, তথ্য প্রযুক্তি, যোগাযোগ, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, বিদ্যুত সার্বিক উন্নয়নে নিজেকে আত্মনিয়োগ করারর প্রতিশ্র“তি দেন নব নির্বাচিত এই মহিলা সংসদ সদস্য। গজারিয়া ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলার সরকারি কর্মকর্তা এবং নেতৃস্থানীয়দের নিয়ে তিনি মত বিনিময়সভায় এলাকার সমস্যা ও সম্ভবনা চিহ্নিত করে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে এই জনপদের ত্যাগ এবং গৌরবোজ্জ্বল ভূমিকাকে মনে রেখে দেশ প্রেম নিয়ে জাতির অগ্রগতির জন্য সকলকে কাজ করতে হবে। পরে তিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় সরকারের বিভিন্ন কর্মকান্ড পরিদর্শন করেন। এই সময় জেলা প্রশাসক মো. আজিজুল আলম, উপজেলা চেয়ারম্যান রেফায়েতউল্লাহ খান তোতা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সমৃদ্ধ গজারিয়া সভাপতি হাফিজ আহম্মেদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং ৬টি ইউপির চেয়ারম্যান, গজারিয়া থানার ওসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply