আলু চাষিদের মুখে হাসি নেই

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : গত কয়েক বছরে আলুতে লোকসান গুনে এবার আলু চাষ করে মুন্সীগঞ্জের আলু চাষিদের মুখে হাসি নেই। বীজ ও সারের দাম কম হওয়ার কারনে এ বছর অনেক নতুন চাষি আলু চাষ করতে মাঠে নেমেছেন। নিজের জমি বর্গা না দিতে পেরে অনেকেই এবছর বীজ কিনে জমিতে আলুর আবাদ করেছেন। এতে এলাকার বিভিন্ন পেশার লোক রয়েছে। গত বছরের তুলনায় এবছর মুন্সীগঞ্জ জেলার ছয়টি উপজেলায় ৩০০০ হেক্টর কম জমিতে আলু চাষ করা হয়েছে বলে জানান মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ সহকারি কৃষি অফিসার মিয়া আল মামুন। জেলার বিভিন্ন এলাকার কৃষকদের কাছ থেকে জানা গেছে আলুর প্রতি অনিহা থাকলেও আবাদ থেমে নেই। লৌহজং উপজেলার কৃষক কালাম কাজী জানান এবছর আলুর আবাদ কম হলেও নতুন কৃষক মাঠে নেমেছেন। জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর থেকে জানা গেছে মুন্সীগঞ্জ জেলায় এবছর ৩৫,৫৭৬ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। এতে মুন্সীগঞ্জ সদরে ৮,৯৫৫, গজারিয়ায় ২,১০০, টঙ্গীবাড়ীতে ৯,২০০, লৌহজংয়ে ৪,১৫০, শ্রীনগরে ২,৫০০ ও সিরাজদিখান উপজেলায় ৮,৬৭১ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ হাবিবুর রহমান দৈনিক ডেসটিনিকে জানান জেলার ৩৫,৫৭৬ হেক্টর আবাদি জমিতে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা এবছর ৬,৩২০৭০ মেট্রিক টন। এতে মুন্সীগঞ্জ সদরে ১,৫০,১৪৭, গজারিয়ায় ৬৩,৩১৫, টঙ্গীবাড়ীতে ১,৪৫,৩৭১, লৌহজংয়ে ৭৭,৭৮৭, শ্রীনগরে ৪৫,২২৫ ও সিরাজদিখান উপজেলায় ১,৫০,২২৪ মেট্রিক টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। জেলার ৬ টি উপজেলায় শতকরা ৯৮ভাগ ডায়মেন্ট ও ২ ভাগ বেনিলা, ওরিগো ও এসট্রোরিস জাতের আলুর বীজ বপন করা হয়েছে। জেলা কৃষি কর্মকর্তার আলুর গাছ ভাল ও আবহাওয়া অনুকুলে বললেও চাষিরা বলছেন মন্দ। এ মাসের প্রথম সপ্তাহে একটানা ৪ ঘন্টা বৃষ্টি হয়েছে। ১৫মি. মি. বৃষ্টি হওয়ায় আলুর জমিতে পানি জমে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ১০শতাংশ আলু গাছ ঢলে গেছে। অপর দিকে গত বছরের তুলনায় এবছর আলু গাছ রুগ্ন ও দূর্বল বলে জানিয়েছেন শ্রীনগর উপজেলার কৃষক মো, এমদাদ মিয়া। এর জন্য কৃষকরা ভেজাল সারকে দায়ী করেছেন। টঙ্গীবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মহিদুর রহমান জানিয়েছেন এ বছর রোগ বালইয়ের প্রার্দুভাব নেই, আবহাওয়া অনুকুলে থাকলে লক্ষ্যমাত্রায় পৌছা যাবে।

Leave a Reply