প্রকাশ্যে ঘুরছে গৃহবধূর হত্যাকারীরা

মুন্সীগঞ্জর চরাঞ্চলে স্বামী ও তার স্বজনদের হাতে গৃহবধূ কলি বেগমের (১৯) হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার দুপুর আড়াইটর দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন নিহতের পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন- নিহত গৃহবধূও বাবা মো. কাশেম প্রধান। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নিহত কলির মা জাহানারা বেগম, বড় ভাই জানে আলম, খালা মমতাজ বেগম প্রমুখ।

সংবাদ সম্মেলনে নিহতের পরিবারের সদস্যরা গৃহবধূর স্বামী দেলোয়ার হোসেন, শ্বাশুড়ী রহিমা বেগমসহ ৭ আসামিকে গ্রেপ্তার না করায় সদর থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন। তাদের দাবি- গৃহবধূ কলির হত্যাকারীরা প্রকাশ্যেই গ্রামে ঘুরে বেড়াচ্ছে। গত ৭ জুন সদর উপজেলার চরাঞ্চল চরকেওয়ার ইউনিয়নের ফুলতলা গ্রামের শ্বশুরালয়ে কলি বেগমকে গলা টিপে হত্যা করা হয়। ওই দিনই পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। পরদিন নিহতের বাবা কাশেম প্রধান বাদী সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। কিন্ত মামলার তদন্ত কর্মকর্তা নারায়ন আসামি গ্রেপ্তার করছে না। আসামিদের সঙ্গে তার রয়েছে সখ্যতা।

ঢাকা নিউজ এজেন্সি

Leave a Reply