‘মুন্সীগঞ্জ-বিক্রমপুর শেকড়ের সন্ধানে’ বইয়ের মোড়ক উন্মোচন

ইতিহাস গবেষক মো. সাইদুল ইসলাম খান লিখিত ‘মুন্সীগঞ্জ-বিক্রমপুর শেকড়ের সন্ধানে’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের সম্মেলন কক্ষে গতকাল বিকালে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিমকোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আবদুল আউয়াল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিউ এজ সম্পাদক নূরুল কবির, অধ্যাপক মো. আনোয়ার হোসেন, অধ্যাপক জিনাত হুদা, পুলিশের অতিরিক্ত আইজিপি নাজমুল হক অধ্যাপক দীপক কুমার নাগ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি ও এইচএম শামসুদ্দিন চৌধুরী ঐতিহাসিকভাবে বিক্রমপুর একটি রত্নভাণ্ডার। অতীতে যেমনি অনেক বিখ্যাত ব্যক্তি এ অঞ্চলে জন্মগ্রহণ করেছেন বর্তমানেও দেশের অনেক বিখ্যাত লোকজন এ অঞ্চলের মানুষ। তিনি বলেন, শেকড়ের সন্ধানে বইটিতে ঐতিহাসিকভাবে বিখ্যাত এ অঞ্চলের সামগ্রিক তথ্য এবং তত্ত্ব তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ প্রতিদিন

Leave a Reply