বুড়িগঙ্গা নদী থেকে ৮০০ কেজি জাটকা জব্দ

৮০০ কেজি জাটকা জব্দ নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সীমানাবর্তী বুড়িগঙ্গা নদীর কাঠপট্টি এলাকায় একটি লঞ্চে অভিযান চালিয়ে ৮০০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। শুক্রবার (১ ডিসেম্বর) সকালে কোস্টগার্ড পাগলা স্টেশনের সদস্যরা অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করে। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি।

পাগলা কোস্টগাডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ জানান, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি টিম মুন্সীগঞ্জের কাঠপট্টি বুড়িগঙ্গা নদীতে এমভি জাহিদ-৪ লঞ্চ থেকে মালিকবিহীন ৮০০ কেজি জাটকা আটক করে।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়ার কাছে হস্তান্তর করা হয়। পরে জব্দকৃত জাটকাগুলো নারায়ণগঞ্জের ৩২টি এতিমখানা, মাদ্রাসা ও স্থানীয় অসহায় গরিবদের মাঝে বিতরণ করা হয়।

বাংলা ট্রিবিউন

Leave a Reply