মেঘনায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল আটক

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে রোববার অভিযান চালিয়ে কোষ্টগার্ড সদস্যরা ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করেছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। রোববার দুপুর ১ টার দিকে কোষ্টগার্ড মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ওই কারেন্ট জাল আটক করে। পরে আটককৃত কারেন্ট জাল আগুনে পুড়ে বিনষ্ট করা হয়েছে বলে কোষ্টগার্ডের ষ্টেশন কমান্ডার ফেরদৌস জানিয়েছেন।

বাংলা ২৪ বিডি নিউজ
===================

মুন্সীগঞ্জে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : রবিবার দিনভর অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টর্গাড।

কোস্টর্গাড কর্মকর্তা (নৌবাহিনীর চিফ পেটি অফিসার) সাফিউল ইসলাম জানান, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে জালগুলো পাতা অবস্থায় ছিল। কোস্টর্গাড জালগুলো আটক করে পাগলা ক্যাম্পে নিয়ে আসে। তবে জালের দাবীদার না পাওয়া কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

এদিকে গত ৪ ফেব্রুয়ারী থেকে ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত অভিযান চালিয়ে ৩০৯ মণ জাটকা ইলিশ ও ২ লাখ ১২ হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে কোস্টগার্ড।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি থেকে আগামী ৩১ মে পর্যন্ত জাটকা ইলিশ শিকার নিষিদ্ধ করেছে সরকার। তাই কোস্টগার্ড নিয়মিত এই অভিযান পরিচালনা করছে।

Leave a Reply