রূপগঞ্জে পরকীয়ায় বাধা ॥ স্ত্রীকে পুড়িয়ে হত্যা

রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার সুলতানবাগ এলাকায় ফাতেমা (৩৩) নামে এক গৃহবধূকে পরকীয়া প্রেমে বাধা দেয়ার জেরে আগুনে পুড়িয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার গভীর রাতে পাষ- স্বামী রহিম মিয়া ফাতেমার শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। শুক্রবার রাতে ওই মহিলা শ্রমিক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন। ফাতেমা আক্তার মুন্সীগঞ্জ জেলার বালিগাঁও থানার সোলাপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রহিম মিয়ার স্ত্রী । সে স্থানীয় পদ্মা টেক্সটাইলে শ্রমিক হিসেবে কাজ করে আসছিল। ফাতেমা আক্তারের বাপের বাড়ি কুমিল্লার জেলার হোমনা থানার ফতেকান্দি গ্রামের। তার পিতার নাম মৃত নুরু মিয়া।

নিহত ফাতেমার ভাই জাহাঙ্গীর মিয়া ও স্থানীয়রা জানান, গত দশ বছর আগে ফাতেমার সঙ্গে রহিম মিয়ার বিয়ে হয়। বর্তমানে ফাতেমার ২ ছেলে রয়েছে। বিয়ের পর থেকেই তারা তারাবো পৌরসভার সুলতানবাগ এলাকার লাল মিয়ার বাড়িতে ভাড়া থাকত। গত দুই বছর ধরে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। লাল মিয়ার পুরান বাড়ির ভাড়াটিয়া কুলসুম বেগমের সঙ্গে রহিম মিয়ার দীর্ঘদিন ধরে পরকীয়া চলে আসছে। এ বিষয়টি জানাজানি হলে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় প্রতিদিনই ঝগড়া হতো। গত বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে ঝগড়া দেখা দেয়। পরে রহিম মিয়া তার স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। পরে ফাতেমার শ্বশুর দেলোয়ার হোসেন অগ্নিদগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শুক্রবার রাতে ফাতেমা মারা যায়। এদিকে, ঘটনার পর থেকেই বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় একটি চক্র মরিয়া হয়ে উঠেছে। মামলা না করার জন্য ফাতেমার ভাইকে হুমকি দিচ্ছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আতিকুর রহমান খান বলেন, বিষয়টি জেনে পুলিশ পাঠিয়েছি। ওরা মামলা করতে আগ্রহী নয়।

জনকন্ঠ

Leave a Reply