গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক পাশ দেবে গেছে

অতিবর্ষণে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আনারপুরা এলাকায় সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক পাশের ১৫ ফুট অংশ দেবে গেছে। দেবে যাওয়া স্থান দিয়ে ১২ ঘণ্টা ওয়ানওয়ে পদ্ধতিতে যানবাহন চলাচল করার পর বিকেল ৪টার দিকে সে স্থানে বালুর বস্তা ফেলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ইকবাল হায়াত জানান, অতিবর্ষণের ফলে ঢলের পানির চাপে মহাসড়কের একপাশের অংশ দেবে যায়।

মানববন্ধন :মুন্সীগঞ্জ শহরে সোমবার ইউপি সদস্য শহীদ সরদার হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মো. আজিজুল আলম ও পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন খানের কাছে এলাকাবাসীর কয়েকশ’ নারী-পুরুষের যৌথ স্বাক্ষরিত একটি স্মারকলিপি পেশ করা হয়।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শহীদ সরদার গত ২২ জুলাই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে নিহত হন।

সমকাল

Leave a Reply