শ্রীনগরে গরুর হাট নিয়ে আওয়ামী লীগ-যুবলীগ মুখমুখি, উত্তেজনা

আরিফ হোসেন: শ্রীনগরে গরুর হাট নিয়ে আওয়ামী লীগ-যুবলীগ মুখমুখি অবস্থান করছে। উপজেলার ভাগ্যকূল ইউনিয়নের কেদারপুর গরুর হাটের স্থানান্তর নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনির হোসেন মিটুল এবং ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ সাধারণ সম্পাদক কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ এর সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছে। এ নিয়ে দুগ্র“পে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী। গত কয়েকদিন ধরে উত্তেজনা চললেও ইজারাদাতা উপজেলা প্রশাসন নিরব ভুমিকা পালন করছে।


এলাকাবাসী জানায়, ভাগ্যকুল বাজার সংলগ্ন গরুর হাটের ইজারা নেন আওয়ামী লীগ নেতা মনির হোসেন মিটুল। অপরদিকে প্রায় এক কিলোমিটার পশ্চিমে কেদারপুর হাটের ইজারা নেন যুবলীগ নেতা শাহাদাৎ। কিন্তু শাহাদাৎ কেদারপুর হাটের ইজারা নিয়ে প্রশাসনের বিনা অনুমুতিতে হাটটি প্রায় অর্ধ কিলোমিটার পূর্বদিকে সরিয়ে কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে আসেন। এতে আপত্তি তোলেন মনির হোসেন মিটুল।তিনি জানান, শাহাদাতের একগুয়েমির কারনে আমার ইজারা নেওয়া হাটে বিক্রি কমে যাবে। শাহাদাত জানান,বিদ্যালয় মাঠে হাট বসানোর জন্য আবেদন করা হয়েছে। ফলে দুগ্র“প মুখমুখি অবস্থান করছে।

শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সুত্রে জানা গেছে,শাহাদাতের আবেদন পত্রটি সুপারিশ সহ মুন্সীগঞ্জ জেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। জেলা নির্বাহী কর্মকর্তা রবিবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Leave a Reply