সপ্তাহব্যাপী ফরমালিনবিরোধী অভিযান

মুন্সীগঞ্জে ফরমালিনবিরোধী সপ্তাহব্যাপী অভিযান শুরু হয়েছে। প্রথমদিন রবিবার রিকাবীবাজার মৎস্য আড়তে ফরমালিন শনাক্ত হয়। এতে ৮৫ কেজি চাপিলা মাছ কেরোসিন ঢেলে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয় এবং দুই জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ফরমালিনবিরোধী অভিযানে অংশ নেয়া দুই বিচারক। ৫ কেজি ফরমানিযুক্ত মাছে রাখার দায়ে রাসেদ মিয়াকে দুই হাজার টাকা এবং ৮০ কেজি ফরমালিনযুক্ত মাছ রাখার দায়ে পরেশ দাসকে ৩ হাজার টাকা জরিমানা করেন। এ তথ্য দিয়ে জেলা প্রশাসক মোঃ আজিজুল আলম জানিয়েছেন, পুরো সপ্তাহ ধরে জেলার বিভিন্ন বাজারে ফরমালিন শনাক্তকরণ মেশিন নিয়ে ফরমালিনবিরোধী অভিযান চলবে।

এই অভিযানে অন্যদের মধ্যে অংশ নেন সদর উপজেলার ইউএনও সারাবান তাহুরা এবং নির্বাহী ম্যাজিস্ট্রট মোহাম্মদ মাসুম এবং উপজেলা মৎস্য সিনিয়র অফিসার আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অংশ নেন।

জনকন্ঠ

Leave a Reply