বালু সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের নির্দেশ

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ওপেন হাউজে
মুন্সিগঞ্জের গজারিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ওপেন হাউজডেতে মেঘনা নদীতে ৪টি বাড়িসহ ফসলি জমি দেবে যাওয়ার বিষয়টি সবচেয়ে বেশী গুরুত্ব পায়। তাই হোসেন্দি এলাকার ডোবারচর এলাকায় দুইদিেেন ৫০বিঘা ফসলিজমিসহ ৪টি বাড়ি দেবে যাওয়ার ঘটনার সাথে যারা জড়িত তাদের গজারিয়া থানার ওসি জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতারের নির্দেশ দিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার সাহাব উদ্দিন খান।


পুলিশকে ম্যানেজ করেই মহাজোট সরকারের সিন্ডেকেট বালু ব্যবসায়ীরা রাতের আধারে এই এলাকাসহ বিভিন্ন এলাকায় ইজারা না নিয়ে বালু ও মাটি কেটে আসছে। মাদক ব্যবসার একমাত্র টার্নিং পয়েন্ট হিসেবে পরিচিত গজারিয়া পয়েন্ট থেকে যাতে মাদক ব্যবসা বন্ধ হয়ে যায় সে ব্যাপারেও পরামর্শ দেন প্রধান অতিথি। মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করার জন্যও পরামর্শ দেয়া হয় ওপেন হাউজডে অনুষ্ঠানে। এ সময় মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহরকারি পুলিশ সুপার তারিকুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, কমিউনিটি পুলিশিং সভাপতি, সাধারণ সম্পাদকসহ এলাকার জনপ্রতিনিধিগণ। স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও সমাধানের পথের বিষয়ও উঠে আসে ওপেন হাউজডে অনুষ্ঠানে।

ইউপিবি নিউজ ২৪

Leave a Reply