মিরকাদিমে ভারত-বাংলাদেশের প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত: ১-১ গোলে ড্র

মুন্সিগঞ্জের মিরকাদিমের গ্রীনওয়েল ফেয়ার সেন্টার মাঠে রোববার বিকেলে ভারতের শিলিগুড়ি সোনালী অতীত ক্লাব ও মিরকাদিম পৌর সোনালী অতীত ক্লাবের মধ্যে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথমার্ধে শিলিগুড়ি দলের গৌতম সেনের গোলে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধের শেষ মহুর্তে মিরকাদিমের পক্ষে তারিক গোল করলে ১-১ গোলে অমিমাংসীতভাবে খেলাটি শেষ হয়। দু দেশের জাতীয় সংগীতের মধ্য দিয়ে এ খেলাটি শুরু হয়। খেলার প্রথমার্ধে শিলিগুড়ি দল ভাল খেললেও দ্বিতীয়ার্ধে মিরকাদিম দল আক্রমনাত্বক খেলা প্রদর্শন করে। প্রীতি ফুটবল খেলাটি অত্যান্ত প্রণবন্ত ছিল। প্রচুর দর্শকের সমাগম হয় এ খেলা উপভোগ করতে।


এ প্রীতি ফুটবল ম্যাচের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল। মিরকাদিম সোনালী অতীত ক্লাবের সভাপতি আব্দুল বাতেন সেন্টুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিরকাদিম পৌরসভার মেয়র শহীদুল ইসলাম শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, জাতীয় দলের সাবেক ফুটবলার আশরাফ উদ্দিন চুন্নু, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, অতিরিক্ত জেলা প্রশাসক সাগরিকা নাসরিন, শিলিগুড়ি টিমের সভাপতি আশীষ ভদ্র প্রমুখ। পরে দু’দলের মধ্যে জেলা প্রশাসক শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন।

ইউপিবিনিউজ ২৪

Leave a Reply