মুন্সীগঞ্জে মেঘনাবক্ষে মাটির ট্রলার ডুবে ১০ শ্রমিক আহত

মুন্সীগঞ্জ শহরের কাছে চরহোগলা নামক স্থানে মেঘনা নদীতে মঙ্গলবার সকালে মাটি ভর্তি ট্রলার ডুবে গেলে মাটি কাটার ১০ শ্রমিক আহত হয়েছে। জেলার গজারিয়া থেকে মাটি বোঝাই করে ট্রলারটি নারায়নগঞ্জের ফতুল্লা যাচ্ছিল। পথিমধ্যে চরহোগলা নামক স্থানে পৌছলে আকস্মিক ভাবে ট্রলারটি ডুবে যায়। আহত মাটি শ্রমিকরা দাবী করেন- ধারন ক্ষমতার অতিরিক্ত মাটি বোঝাই করার কারনেই ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা অন্তত ২৫ জন মাটি শ্রমিক সাতরিয়ে মেঘনা তীরে উঠতে সক্ষম হলে তারা প্রানে বেঁচে যান।


আহতদের মধ্যে মনা মিয়া, টিটু ও নাসিরসহ সকলকে স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ রিপোর্ট লেখার সময় মঙ্গলবার রাত পৌনে ৭ টায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।

টাইমস্ আই বেঙ্গলী

Leave a Reply